ফরিদপুরে বিধি লঙ্ঘনে নৌকার প্রার্থীকে শোকজ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আবুল কালামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছেন রিটার্নিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার। গত বৃহস্পতিবার প্রার্থীর হাতে পৌঁছায় চিঠি।

চিঠিতে প্রার্থী কাজী আবুল কালামের প্রতি বলা হয়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ডাঙ্গী ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কিছু লোকজনকে নিয়ে আপনাকে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে। মিছিলের কারণে অ্যাম্বুলেন্সসহ যানবাহনের চলাচল বিঘিœত হয় এবং ডাঙ্গী ইউনিয়নের বিভিন্ন স্থানে ভীতসন্ত্রস্ত অবস্থার সৃষ্টি হয়।

ইতোপূর্বে আপনাকে মৌখিকভাবে সতর্ক করা সত্ত্বেও আপনি আচরণবিধি লঙ্ঘন করেছেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ শোকজের জবাব দিতে বলা হয় চিঠিতে।

আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কাজী আবুল কালাম বলেন, আমার কিছু সমর্থকরা বৈঠা হাতে মিছিল করেছে বলে জানতে পেরেছি এবং আমি খবর পেয়ে সমর্থকদের বারণ করেছি।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩

ফরিদপুরে বিধি লঙ্ঘনে নৌকার প্রার্থীকে শোকজ

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আবুল কালামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছেন রিটার্নিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার। গত বৃহস্পতিবার প্রার্থীর হাতে পৌঁছায় চিঠি।

চিঠিতে প্রার্থী কাজী আবুল কালামের প্রতি বলা হয়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ডাঙ্গী ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কিছু লোকজনকে নিয়ে আপনাকে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে। মিছিলের কারণে অ্যাম্বুলেন্সসহ যানবাহনের চলাচল বিঘিœত হয় এবং ডাঙ্গী ইউনিয়নের বিভিন্ন স্থানে ভীতসন্ত্রস্ত অবস্থার সৃষ্টি হয়।

ইতোপূর্বে আপনাকে মৌখিকভাবে সতর্ক করা সত্ত্বেও আপনি আচরণবিধি লঙ্ঘন করেছেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ শোকজের জবাব দিতে বলা হয় চিঠিতে।

আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কাজী আবুল কালাম বলেন, আমার কিছু সমর্থকরা বৈঠা হাতে মিছিল করেছে বলে জানতে পেরেছি এবং আমি খবর পেয়ে সমর্থকদের বারণ করেছি।