নাট্যশালায় আজ ‘মুজিবের মেয়ে’

আজ সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মূল হলে, কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘মুজিবের মেয়ে’ নাটকের তৃতীয় প্রদর্শনী হবে। নাসরীন মুস্তাফা রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা।

নাট্যকার নাসরীন মুস্তাফা বলেন, ‘এই দেশের টিকে থাকার স্বার্থে প্রত্যেক বাঙালির সাহস জোগাতে মুজিব এখনো অপরিহার্য। আর মুজিবাদর্শ চেতনায় ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে লড়াই করতে হবে।’ ওয়াহিদুল ইসলাম বলেন, ‘দর্শকদের সাথে নিয়ে মঞ্চে অভিনয়শৈলীর প্রদর্শন এবং মঞ্চের পেছনের কারিগরদের সৃষ্টিশীলতা প্রকাশ ঘটাতে করোনাকালীন দীর্ঘ এক বছরের অধিক সময় নানান চড়াই-উতরাই পার হয়ে, আজ আমরা পেয়েছি আমাদের প্রাণের উপাসনালয়, আমাদের মঞ্চ! আর সেই মঞ্চে এক ঝাঁক নাট্যপ্রাণ তারুণ্যের মঞ্চসৃজন ‘মুজিবের মেয়ে।” নাটকে অভিনয় করছেন- সায়েম সামাদ, তাবেদার-ই-রসুল চান্নু, শামীম আহমেদ, আসমা-উল-হুসনা, মুস্তাফিজ শেখ, মুনমুন খান, এন আই টিপু, মির্জা সম্রাট, রাফিউল ইসলাম অনিক, সেজান জামান, হাসিব হক, উজ্জ্বল এবং ওয়াহিদুল ইসলাম।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩

নাট্যশালায় আজ ‘মুজিবের মেয়ে’

বিনোদন প্রতিবেদক

image

আজ সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মূল হলে, কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘মুজিবের মেয়ে’ নাটকের তৃতীয় প্রদর্শনী হবে। নাসরীন মুস্তাফা রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা।

নাট্যকার নাসরীন মুস্তাফা বলেন, ‘এই দেশের টিকে থাকার স্বার্থে প্রত্যেক বাঙালির সাহস জোগাতে মুজিব এখনো অপরিহার্য। আর মুজিবাদর্শ চেতনায় ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে লড়াই করতে হবে।’ ওয়াহিদুল ইসলাম বলেন, ‘দর্শকদের সাথে নিয়ে মঞ্চে অভিনয়শৈলীর প্রদর্শন এবং মঞ্চের পেছনের কারিগরদের সৃষ্টিশীলতা প্রকাশ ঘটাতে করোনাকালীন দীর্ঘ এক বছরের অধিক সময় নানান চড়াই-উতরাই পার হয়ে, আজ আমরা পেয়েছি আমাদের প্রাণের উপাসনালয়, আমাদের মঞ্চ! আর সেই মঞ্চে এক ঝাঁক নাট্যপ্রাণ তারুণ্যের মঞ্চসৃজন ‘মুজিবের মেয়ে।” নাটকে অভিনয় করছেন- সায়েম সামাদ, তাবেদার-ই-রসুল চান্নু, শামীম আহমেদ, আসমা-উল-হুসনা, মুস্তাফিজ শেখ, মুনমুন খান, এন আই টিপু, মির্জা সম্রাট, রাফিউল ইসলাম অনিক, সেজান জামান, হাসিব হক, উজ্জ্বল এবং ওয়াহিদুল ইসলাম।