যুবদল সভাপতি সুমনের রিমান্ডের আবেদন

স্বীকারোক্তিমূলক জবানবন্দি ২ জনের

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে দুর্গাপূজাম-প মন্দিরে হামলা ভাঙচুর ও সহিংসতার ঘটনায় নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমনকে কারাগারে পাঠানোর পর জিজ্ঞাসাবাদের জন্য ২ মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, জেলা যুবদলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমনকে রাঙ্গামাটি থেকে গ্রেপ্তারের পর তদন্তে বেরিয়ে আসছে অনেক তথ্য এবং তার মোবাইল ফোন পরীক্ষা করে দেখা গেছে ঘটনার আগে, ঘটনার সময় ও পরে সে অনেক গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলেছে। তাই তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসা বাদ করা প্রয়োজন। তাই জেলা ডিবি পরিদর্শক সবজল হোসেন বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ৭ দিন ও জিআর-২০৬৬ নং মামলায় ৭ দিন করে ১৪ দিন রিমান্ডের আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল আদালতের হাকিম রিমান্ড আবেদন গ্রহণ করে রোববার আসামির উপস্থিতিতে শুনানির আদেশ দিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় লক্ষীপুর জেলার কমলনগর থানার চরমার্টিন গ্রামের মো. মফিজের ছেলে আবদুর রহিম ও বেগমগঞ্জ থানার গনিপুর গ্রামের নুরুল হকের ছেলে আবদুর রহিম (৪০) নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল আদালতের হাকিমের কাছে ইসকন মন্দিরে হামলা ও এক ব্যক্তিকে মারধর করে পুকুরে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা তাদের জবানবন্দিতে আরও ২৭ জনের নাম উল্লেখ করেছেন বলে পুলিশ সুপার জানিয়েছেন।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩

চৌমুহনীতে মন্দিরে হামলা

যুবদল সভাপতি সুমনের রিমান্ডের আবেদন

স্বীকারোক্তিমূলক জবানবন্দি ২ জনের

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে দুর্গাপূজাম-প মন্দিরে হামলা ভাঙচুর ও সহিংসতার ঘটনায় নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমনকে কারাগারে পাঠানোর পর জিজ্ঞাসাবাদের জন্য ২ মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, জেলা যুবদলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমনকে রাঙ্গামাটি থেকে গ্রেপ্তারের পর তদন্তে বেরিয়ে আসছে অনেক তথ্য এবং তার মোবাইল ফোন পরীক্ষা করে দেখা গেছে ঘটনার আগে, ঘটনার সময় ও পরে সে অনেক গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলেছে। তাই তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসা বাদ করা প্রয়োজন। তাই জেলা ডিবি পরিদর্শক সবজল হোসেন বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ৭ দিন ও জিআর-২০৬৬ নং মামলায় ৭ দিন করে ১৪ দিন রিমান্ডের আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল আদালতের হাকিম রিমান্ড আবেদন গ্রহণ করে রোববার আসামির উপস্থিতিতে শুনানির আদেশ দিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় লক্ষীপুর জেলার কমলনগর থানার চরমার্টিন গ্রামের মো. মফিজের ছেলে আবদুর রহিম ও বেগমগঞ্জ থানার গনিপুর গ্রামের নুরুল হকের ছেলে আবদুর রহিম (৪০) নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল আদালতের হাকিমের কাছে ইসকন মন্দিরে হামলা ও এক ব্যক্তিকে মারধর করে পুকুরে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা তাদের জবানবন্দিতে আরও ২৭ জনের নাম উল্লেখ করেছেন বলে পুলিশ সুপার জানিয়েছেন।