আফগান সীমান্তে ঘাঁটি গড়ছে চীন

তাজিকিস্তানে আফগান সীমান্তের কাছে পুলিশের জন্য একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে চীন। চরমপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের নজরদারি চালানোর সক্ষমতা নিয়ে উভয় দেশের তীব্র উদ্বেগের মাঝে তাজিকিস্তানে পুলিশি ঘাঁটি নির্মাণের এই ঘোষণা দিয়েছে বেইজিং। তাজিকিস্তান সরকারের এক কর্মকর্তা এ বিষয়টি জানান বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

আফগানিস্তানে সক্রিয় বিভিন্ন সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে তালেবান সরকার কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে কিনা, এ নিয়ে চীন ও তাজিকিস্তানের উদ্বেগের মধ্যেই বেইজিং ওই ঘাঁটি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আফগান সীমান্তে ঘাঁটি নির্মাণের মধ্য দিয়ে চীন ও দরিদ্র দেশ তাজিকিস্তানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী হবে।

সাবেক সোভিয়েত ইউনিয়নের দক্ষিণ-পূর্বাঞ্চলে আরেকটি ঘাঁটি চীন নির্মাণ করতে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়। তাজিকিস্তান পার্লামেন্টের এক মুখপাত্র জানান, পর্বতময় গরনো-বাদাখশান প্রদেশের ইশকাশিম জেলায় চীনকে ঘাঁটি নির্মাণের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টের নি¤œকক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র বলেন, ঘাঁটি নির্মাণ ব্যয় পুরোটাই বহন করবে চীন। ঘাঁটিটি নির্মাণের পর সেটি তাজিক পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ঘাঁটি নির্মাণের জন্য চীন ৮৫ লাখ ডলার দিচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে জানায়, ‘আমরা আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, মধ্য এশিয়ায় আমাদের কোনো সামরিক ঘাঁটি নেই। ১৫ আগস্ট কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩

আফগান সীমান্তে ঘাঁটি গড়ছে চীন

তাজিকিস্তানে আফগান সীমান্তের কাছে পুলিশের জন্য একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে চীন। চরমপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের নজরদারি চালানোর সক্ষমতা নিয়ে উভয় দেশের তীব্র উদ্বেগের মাঝে তাজিকিস্তানে পুলিশি ঘাঁটি নির্মাণের এই ঘোষণা দিয়েছে বেইজিং। তাজিকিস্তান সরকারের এক কর্মকর্তা এ বিষয়টি জানান বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

আফগানিস্তানে সক্রিয় বিভিন্ন সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে তালেবান সরকার কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে কিনা, এ নিয়ে চীন ও তাজিকিস্তানের উদ্বেগের মধ্যেই বেইজিং ওই ঘাঁটি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আফগান সীমান্তে ঘাঁটি নির্মাণের মধ্য দিয়ে চীন ও দরিদ্র দেশ তাজিকিস্তানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী হবে।

সাবেক সোভিয়েত ইউনিয়নের দক্ষিণ-পূর্বাঞ্চলে আরেকটি ঘাঁটি চীন নির্মাণ করতে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়। তাজিকিস্তান পার্লামেন্টের এক মুখপাত্র জানান, পর্বতময় গরনো-বাদাখশান প্রদেশের ইশকাশিম জেলায় চীনকে ঘাঁটি নির্মাণের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টের নি¤œকক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র বলেন, ঘাঁটি নির্মাণ ব্যয় পুরোটাই বহন করবে চীন। ঘাঁটিটি নির্মাণের পর সেটি তাজিক পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ঘাঁটি নির্মাণের জন্য চীন ৮৫ লাখ ডলার দিচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে জানায়, ‘আমরা আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, মধ্য এশিয়ায় আমাদের কোনো সামরিক ঘাঁটি নেই। ১৫ আগস্ট কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান।