জলবায়ু সম্মেলনে অংশ নিতে কাল গ্লাসগো যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ২৬-এ অংশ নিতে রোববার (৩১ অক্টোবর) ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাজ্য প্রধানমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকও অংশগ্রহণ করবেন তিনি। সেখান থেকে তিনি প্যারিসে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, স্কটল্যান্ডের গ্লাসগোতে ১-৩ নভেম্বর পর্যন্ত কপ২৬-এর উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন। সেখানে ৪৮তম ক্লাইমেট ভালনারেবল ফোরামে (সিভিএফ) সভাপতি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সাইড ইভেন্টে সিভিএফ ও কপ২৬ উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। সেখানও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিশ্ব জলবায়ু সম্মেলন শেষে গ্লাসগো থেকে লন্ডন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। লন্ডন থেকে ফেরার পথে প্যারিস যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল পুরস্কার বা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিকস’ নিতে তিনি প্যারিস যাবেন। আগামী ১১ নভেম্বর এ পুরস্কার দেয়া হবে।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩

জলবায়ু সম্মেলনে অংশ নিতে কাল গ্লাসগো যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ২৬-এ অংশ নিতে রোববার (৩১ অক্টোবর) ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাজ্য প্রধানমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকও অংশগ্রহণ করবেন তিনি। সেখান থেকে তিনি প্যারিসে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, স্কটল্যান্ডের গ্লাসগোতে ১-৩ নভেম্বর পর্যন্ত কপ২৬-এর উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন। সেখানে ৪৮তম ক্লাইমেট ভালনারেবল ফোরামে (সিভিএফ) সভাপতি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সাইড ইভেন্টে সিভিএফ ও কপ২৬ উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। সেখানও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিশ্ব জলবায়ু সম্মেলন শেষে গ্লাসগো থেকে লন্ডন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। লন্ডন থেকে ফেরার পথে প্যারিস যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল পুরস্কার বা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিকস’ নিতে তিনি প্যারিস যাবেন। আগামী ১১ নভেম্বর এ পুরস্কার দেয়া হবে।