বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না - আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ‘বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দিবে না। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।’

গতকাল সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। এতে সম্মানিত অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ব্রাহ্মণবাড়িয়ার জেলাপ্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ। সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বক্তব্য রাখেন। এ সময় ভারতের দেয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। বিকেলে আরেক অনুষ্ঠানে কসবা হাসপাতালকে আরেকটি অ্যাম্বুলেন্স দেয়া হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। এ সময় তিনি জানান, সংখ্যালঘুদের ব্যাপারে কমিশন গঠন বিষয়ে আলোচনা করা হবে। সাম্প্রদায়িক হামলাকে পরিকল্পিত হামলা বলে তিনি উল্লেখ করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে ১০৯টি অ্যাম্বুলেন্স দেয়ার প্রতিশ্রুতি দেয়। এরই অংশ হিসেবে এগুলো দেয়া হচ্ছে। সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩

বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না - আইনমন্ত্রী

প্রতিনিধি, আখাউড়া

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ‘বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দিবে না। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।’

গতকাল সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। এতে সম্মানিত অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ব্রাহ্মণবাড়িয়ার জেলাপ্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ। সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বক্তব্য রাখেন। এ সময় ভারতের দেয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। বিকেলে আরেক অনুষ্ঠানে কসবা হাসপাতালকে আরেকটি অ্যাম্বুলেন্স দেয়া হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। এ সময় তিনি জানান, সংখ্যালঘুদের ব্যাপারে কমিশন গঠন বিষয়ে আলোচনা করা হবে। সাম্প্রদায়িক হামলাকে পরিকল্পিত হামলা বলে তিনি উল্লেখ করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে ১০৯টি অ্যাম্বুলেন্স দেয়ার প্রতিশ্রুতি দেয়। এরই অংশ হিসেবে এগুলো দেয়া হচ্ছে। সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’