সিলেট-মাগুরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ১৫

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জেলায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সিলেটে প্রাইভেটকার অটোরিকশা সংঘর্ষ দুই এবং মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে অন্য দুজন প্রাণ হরান। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

সিলেট : সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

গতকাল দুপুর সাড়ে ১২টায় জাফলং থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা-মেট্রে-ল-২৯-৫৪৩৩)-এর সঙ্গে সিলেট থেকে সবজি নিয়ে দরবস্ত বাজারের উদ্দেশে যাওয়া সিএনজি অটোরিকশার মধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতরা হচ্ছেনÑ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন ওরফে হোসেন আহমদ (৩৫) ও অন্যজন হলো একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আবদুস শুকুর (৪৯)।

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ যায় এবং লাশ উদ্ধার করে।

তিনি বলেন, সুরতহাল রির্পোট তৈরি করে হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হবে।

মাগুরা : মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সাঁইত্রিশ এলাকায় গতকাল বিকেলে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের যাত্রী সদরের হাজরাপুর গ্রামের আকবর মোল্যার ছেলে আবুল কাশেমের পরিচয় পাওয়া গেছে। অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহ যাওয়ার সময় জনতা পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি সবজিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাক দুটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩

সিলেট-মাগুরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ১৫

সংবাদ ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জেলায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সিলেটে প্রাইভেটকার অটোরিকশা সংঘর্ষ দুই এবং মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে অন্য দুজন প্রাণ হরান। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

সিলেট : সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

গতকাল দুপুর সাড়ে ১২টায় জাফলং থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা-মেট্রে-ল-২৯-৫৪৩৩)-এর সঙ্গে সিলেট থেকে সবজি নিয়ে দরবস্ত বাজারের উদ্দেশে যাওয়া সিএনজি অটোরিকশার মধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতরা হচ্ছেনÑ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন ওরফে হোসেন আহমদ (৩৫) ও অন্যজন হলো একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আবদুস শুকুর (৪৯)।

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ যায় এবং লাশ উদ্ধার করে।

তিনি বলেন, সুরতহাল রির্পোট তৈরি করে হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হবে।

মাগুরা : মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সাঁইত্রিশ এলাকায় গতকাল বিকেলে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের যাত্রী সদরের হাজরাপুর গ্রামের আকবর মোল্যার ছেলে আবুল কাশেমের পরিচয় পাওয়া গেছে। অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহ যাওয়ার সময় জনতা পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি সবজিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাক দুটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।