নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয় মির্জা ফখরুল

‘নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয়, আমরা নির্বাচন চাই। কিন্তু এই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। অন্যথায় নির্বাচন হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দেয়া মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তি চেয়ে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করছে, এটার প্রতিবাদে আমরা একটা আলোচনা সভা করছিলাম আমাদের অফিসের সামনে। সভা শেষে আমাদের ছেলেরা যখন ফিরে যাচ্ছিল, তখন তাদের পেছন থেকে আক্রমণ করে, টিয়ার শেল মেরে, গুলি ছুড়ে ছত্রভঙ্গ করা হয়েছে। আহত করা হয়েছে ৫০ এর বেশি মানুষকে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এ ঘটনায় উল্টো তারা আবার মামলা দিয়েছে ১৬শ’ মানুষের বিরুদ্ধে। তারা এতো ভয় পায় কেন (?), ভয় পায় এ জন্য যে, তাদের পায়ের নিচে মাটি নেই। জনগণ যেদিন বের হবে রাজপথে, সেদিন আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সংগঠিত হন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা যেন একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি। আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে সে নির্বাচন হতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের আমান উল্লাহ আমানসহ সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয় মির্জা ফখরুল

নিজস্ব বার্তা পরিবেশক

‘নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয়, আমরা নির্বাচন চাই। কিন্তু এই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। অন্যথায় নির্বাচন হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দেয়া মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তি চেয়ে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করছে, এটার প্রতিবাদে আমরা একটা আলোচনা সভা করছিলাম আমাদের অফিসের সামনে। সভা শেষে আমাদের ছেলেরা যখন ফিরে যাচ্ছিল, তখন তাদের পেছন থেকে আক্রমণ করে, টিয়ার শেল মেরে, গুলি ছুড়ে ছত্রভঙ্গ করা হয়েছে। আহত করা হয়েছে ৫০ এর বেশি মানুষকে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এ ঘটনায় উল্টো তারা আবার মামলা দিয়েছে ১৬শ’ মানুষের বিরুদ্ধে। তারা এতো ভয় পায় কেন (?), ভয় পায় এ জন্য যে, তাদের পায়ের নিচে মাটি নেই। জনগণ যেদিন বের হবে রাজপথে, সেদিন আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সংগঠিত হন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা যেন একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি। আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে সে নির্বাচন হতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের আমান উল্লাহ আমানসহ সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা।