জাভি বার্সার নতুন কোচ

বার্সেলোনার পরবর্তী কোচের দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছেন জাভি হার্নান্ডেজ। বুধবার রাতে রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর নতুন কোচ হিসেবে জাভিকে বেছে নিল ক্যাটালোনিয়ার ক্লাবটি। স্পেনিশ পত্রিকা এএস এর তথ্যানুযায়ী জাভি আনুষ্ঠানিকভাবে কাতারের ক্লাবটির কাছ থেকে বিদায় নিতে চান। এ কারণে তিনি ৪ নভেম্বর পর্যন্ত সেখানে থাকবেন। ৫ নভেম্বর তাকে বার্সেলোনার কোচের দায়িত্ব দেয়া হতে পারে। অন্তর্বর্তীকালীন সময়ে কোচের দায়িত্ব পালন করবেন বার্সেলোনা ‘বি’ দলের কোচ সের্গি বারহুয়ান।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোচ হিসেবে আল সাদের সঙ্গে জাভির চুক্তির রিলিজ ক্লজ ছিল ৮ লাখ ৪০ হাজার পাউন্ডের। নিয়মানুায়ী এ পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে আল সাদকে দিতে হবে। তবে জানা  গেছে কাতার ক্লাব কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় জাভিকে ফ্রি হিসেবে বার্সেলোনার দায়িত্ব গ্রহণের অনুমতি দিতে পারে। শনিবার আল আহলির সঙ্গে নিজেদের মাঠে খেলা আছে আল সাদের। কোচ হিসেবে এ ক্লাবের সেটিই হবে জাভির শেষ ম্যাচ।

রায়ো ভায়েকানোর কাছে পরাজিত হওয়ায় বার্সেলোনা কর্তৃপক্ষ আর দেরি করেনি। তারা রাতের মধ্যেই কোচ কোম্যানকে বরখাস্ত করে। ৪১ বছর বয়স্ক জাভি খেলোয়াড় হিসেবে ছিলেন বার্সেলোনার লিজেন্ড। এখন কোচ হিসেবে কতটা সাফল্য এনে দিতে পারবেন তা সময়ই বলে দিতে পারবে।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩

জাভি বার্সার নতুন কোচ

সংবাদ স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার পরবর্তী কোচের দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছেন জাভি হার্নান্ডেজ। বুধবার রাতে রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর নতুন কোচ হিসেবে জাভিকে বেছে নিল ক্যাটালোনিয়ার ক্লাবটি। স্পেনিশ পত্রিকা এএস এর তথ্যানুযায়ী জাভি আনুষ্ঠানিকভাবে কাতারের ক্লাবটির কাছ থেকে বিদায় নিতে চান। এ কারণে তিনি ৪ নভেম্বর পর্যন্ত সেখানে থাকবেন। ৫ নভেম্বর তাকে বার্সেলোনার কোচের দায়িত্ব দেয়া হতে পারে। অন্তর্বর্তীকালীন সময়ে কোচের দায়িত্ব পালন করবেন বার্সেলোনা ‘বি’ দলের কোচ সের্গি বারহুয়ান।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোচ হিসেবে আল সাদের সঙ্গে জাভির চুক্তির রিলিজ ক্লজ ছিল ৮ লাখ ৪০ হাজার পাউন্ডের। নিয়মানুায়ী এ পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে আল সাদকে দিতে হবে। তবে জানা  গেছে কাতার ক্লাব কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় জাভিকে ফ্রি হিসেবে বার্সেলোনার দায়িত্ব গ্রহণের অনুমতি দিতে পারে। শনিবার আল আহলির সঙ্গে নিজেদের মাঠে খেলা আছে আল সাদের। কোচ হিসেবে এ ক্লাবের সেটিই হবে জাভির শেষ ম্যাচ।

রায়ো ভায়েকানোর কাছে পরাজিত হওয়ায় বার্সেলোনা কর্তৃপক্ষ আর দেরি করেনি। তারা রাতের মধ্যেই কোচ কোম্যানকে বরখাস্ত করে। ৪১ বছর বয়স্ক জাভি খেলোয়াড় হিসেবে ছিলেন বার্সেলোনার লিজেন্ড। এখন কোচ হিসেবে কতটা সাফল্য এনে দিতে পারবেন তা সময়ই বলে দিতে পারবে।