বঙ্গবন্ধু জিমন্যাস্টিকস

ভোল্টে বনফুলি চাকমার ব্রোঞ্জ

বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে পদক লড়াইয়ের দ্বিতীয় দিনে আরও একটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। মিরপুর ইনডোরে গতকাল বিকেলে মহিলাদের ব্যক্তিগত ভোল্টিং টেবিল ইভেন্টে ১২.৪২ স্কোর গড়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশের বনফুলি চাকমা। এ ইভেন্টে ১২.৮৮ স্কোর গড়ে স্বর্ণ পদক জিতেছেন উজবেকিস্তানের মিরোশনিচেঙ্কো এবং ১২.৮২ স্কোর গড়ে রৌপ্য পেয়েছেন একই দেশের জুমাবেকোভা গুলনাজ।

গতকাল সকালে পুরুষ (সিনিয়র) বিভাগের অল অ্যারাউন্ড ইভেন্টে দলগত এবং ব্যক্তিগত স্বর্ণ পেয়েছে উজবেকিস্তান। দলগত ইভেন্টে ২২৯.৬৫ স্কোর গড়ে স্বর্ণ পেয়েছে উজবেকিস্তান। ২২৫.৫০ স্কোর গড়ে ভারত রৌপ্য এবং ১৯৮.৯৫ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা। অল অ্যারাউন্ড ইভেন্টে ৭৭.৪৫ স্কোর গড়ে ব্যক্তিগত স্বর্ণ পেয়েছন জুরায়েভ উতকিরবেক (উজবেকিস্তান), ৭৫.৩০ স্কোর করে রৌপ্য আজামত আসাদবেগ (উজবেকিস্তান) এবং ভারতের ওমকার ঈশ্বর সিন্ধে ৭৪.৩৫ স্কোর করে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

ফ্লোর, পুমেল, রিং, ভোল্ট, প্যারালাল বারস ও হরাইজেন্টাল রার মিলিয়ে ছয় ইভেন্টে ছয়টি দল অংশগ্রহণ করে।

বিকেলে পুরুষ (সিনিয়র) বিভাগের দলগত ও ব্যক্তিগত বিভাগে বিজয়ীদের হাতে পদক তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩

বঙ্গবন্ধু জিমন্যাস্টিকস

ভোল্টে বনফুলি চাকমার ব্রোঞ্জ

ক্রীড়া বার্তা পরিবেশক

image

বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে পদক লড়াইয়ের দ্বিতীয় দিনে আরও একটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। মিরপুর ইনডোরে গতকাল বিকেলে মহিলাদের ব্যক্তিগত ভোল্টিং টেবিল ইভেন্টে ১২.৪২ স্কোর গড়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশের বনফুলি চাকমা। এ ইভেন্টে ১২.৮৮ স্কোর গড়ে স্বর্ণ পদক জিতেছেন উজবেকিস্তানের মিরোশনিচেঙ্কো এবং ১২.৮২ স্কোর গড়ে রৌপ্য পেয়েছেন একই দেশের জুমাবেকোভা গুলনাজ।

গতকাল সকালে পুরুষ (সিনিয়র) বিভাগের অল অ্যারাউন্ড ইভেন্টে দলগত এবং ব্যক্তিগত স্বর্ণ পেয়েছে উজবেকিস্তান। দলগত ইভেন্টে ২২৯.৬৫ স্কোর গড়ে স্বর্ণ পেয়েছে উজবেকিস্তান। ২২৫.৫০ স্কোর গড়ে ভারত রৌপ্য এবং ১৯৮.৯৫ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা। অল অ্যারাউন্ড ইভেন্টে ৭৭.৪৫ স্কোর গড়ে ব্যক্তিগত স্বর্ণ পেয়েছন জুরায়েভ উতকিরবেক (উজবেকিস্তান), ৭৫.৩০ স্কোর করে রৌপ্য আজামত আসাদবেগ (উজবেকিস্তান) এবং ভারতের ওমকার ঈশ্বর সিন্ধে ৭৪.৩৫ স্কোর করে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

ফ্লোর, পুমেল, রিং, ভোল্ট, প্যারালাল বারস ও হরাইজেন্টাল রার মিলিয়ে ছয় ইভেন্টে ছয়টি দল অংশগ্রহণ করে।

বিকেলে পুরুষ (সিনিয়র) বিভাগের দলগত ও ব্যক্তিগত বিভাগে বিজয়ীদের হাতে পদক তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।