দ্বিতীয় জয়ে চোখ লঙ্কা-প্রোটিয়া

টি-২০ বিশ্বকাপ সপ্তম আসরের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দ্বিতীয় জয়ের। শনিবার শারজাহ স্টেডিয়ামে গ্রুপ-১-এ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে পা রাখে শ্রীলঙ্কা। ৫ উইকেটের জয় দিয়ে সুপার টুয়েলভ শুরু করে লঙ্কানরা। টাইগারদের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা।

সুপার টুয়েলভে শুরুটা দারুণ হলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার মানে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৪ রান করেছিল তারা। দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। কুশল পেরেরা ও চারিথ আসালঙ্কা সর্বোচ্চ ৩৫ রান করে করেন। রাজাপাকসে করেন ৩৩ রান। ১৫৫ রানের টার্গেট সহজেই স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া। ফর্মহীনতায় ভুগতে থাকা ডেভিড ওয়ার্নার ৪২ বলে ৬৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন।

তবে আজ দক্ষিণ আফ্রিকাকে হারাতে বোলিংয়ে উন্নতি চান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তিনি বলেন ‘বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের বোলিং ভালো হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে বোলিংএ আরও উন্নতি করতে হবে।’ অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হার দিয়ে আসর শুরু করলেও ঘুরে দাঁড়াতে সময় লাগেনি দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। বল হাতে কেশব মহারাজের ২ ও ডোয়াইন প্রিটোরিয়াসের ৩ উইকেটের সঙ্গে ব্যাটারদের দায়িত্বশীল ইনিংস আসরে দক্ষিণ আফ্রিকাকে প্রথম জয়ের স্বাদ এনে দেয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মারমুখী মেজাজে ছিলেন ব্যাটার আইডেন মার্করাম। ২৬ বলে অপরাজিত ৫১ রান করেন তিনি। তার সঙ্গে রাসি ভ্যান ডার ডুসেনের অপরাজিত ৪৩ ও রেজা হেনড্রিক্সের ৩৯ রান দক্ষিণ আফ্রিকার জয়কে সহজ করে দেয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। তাই জয়ের ধারা অব্যাহত রাখতে চান প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। তিনি বলেন, ‘জয়ের ধারা অব্যাহত রাখাই আমাদের প্রধান লক্ষ্য। শ্রীলঙ্কাকে হারাতে হলে আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগ মুর্হূতে বির্তকের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। বর্ণবৈষম্যের কারণে ঐক্যবদ্ধভাবে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কিন্তু ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ওই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি কক। এতেই বিতর্ক শুরু হয়।

পরে অবশ্য ক্ষমাও চেয়েছেন ডি কক। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি যা করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। যদি আমি হাঁটু মুড়ে প্রতিবাদ জানালে তার মাধ্যমে অন্যদের সামান্য শিক্ষাও দেয়া যায় তা হলে আমি সেটাই করবো।’

শুধুমাত্র দক্ষিণ আফ্রিকাই নয়, এখন পর্যন্ত প্রায় সব দলই ম্যাচ শুরুর আগে বর্ণবৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানিয়েছে। টি-২০তে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ১৬ ম্যাচে ১০বার জিতেছে প্রোটিয়ারা। ৫বার জয় পায় শ্রীলঙ্কা। ১টি ম্যাচ টাই হয়। গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকা।

আর টি-২০ বিশ্বকাপে তিনবারের দেখায় দুইবার দক্ষিণ আফ্রিকা ও একবার জয় পায় শ্রীলঙ্কা।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩

দ্বিতীয় জয়ে চোখ লঙ্কা-প্রোটিয়া

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

টি-২০ বিশ্বকাপ সপ্তম আসরের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দ্বিতীয় জয়ের। শনিবার শারজাহ স্টেডিয়ামে গ্রুপ-১-এ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে পা রাখে শ্রীলঙ্কা। ৫ উইকেটের জয় দিয়ে সুপার টুয়েলভ শুরু করে লঙ্কানরা। টাইগারদের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা।

সুপার টুয়েলভে শুরুটা দারুণ হলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার মানে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৪ রান করেছিল তারা। দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। কুশল পেরেরা ও চারিথ আসালঙ্কা সর্বোচ্চ ৩৫ রান করে করেন। রাজাপাকসে করেন ৩৩ রান। ১৫৫ রানের টার্গেট সহজেই স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া। ফর্মহীনতায় ভুগতে থাকা ডেভিড ওয়ার্নার ৪২ বলে ৬৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন।

তবে আজ দক্ষিণ আফ্রিকাকে হারাতে বোলিংয়ে উন্নতি চান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তিনি বলেন ‘বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের বোলিং ভালো হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে বোলিংএ আরও উন্নতি করতে হবে।’ অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হার দিয়ে আসর শুরু করলেও ঘুরে দাঁড়াতে সময় লাগেনি দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। বল হাতে কেশব মহারাজের ২ ও ডোয়াইন প্রিটোরিয়াসের ৩ উইকেটের সঙ্গে ব্যাটারদের দায়িত্বশীল ইনিংস আসরে দক্ষিণ আফ্রিকাকে প্রথম জয়ের স্বাদ এনে দেয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মারমুখী মেজাজে ছিলেন ব্যাটার আইডেন মার্করাম। ২৬ বলে অপরাজিত ৫১ রান করেন তিনি। তার সঙ্গে রাসি ভ্যান ডার ডুসেনের অপরাজিত ৪৩ ও রেজা হেনড্রিক্সের ৩৯ রান দক্ষিণ আফ্রিকার জয়কে সহজ করে দেয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। তাই জয়ের ধারা অব্যাহত রাখতে চান প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। তিনি বলেন, ‘জয়ের ধারা অব্যাহত রাখাই আমাদের প্রধান লক্ষ্য। শ্রীলঙ্কাকে হারাতে হলে আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগ মুর্হূতে বির্তকের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। বর্ণবৈষম্যের কারণে ঐক্যবদ্ধভাবে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কিন্তু ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ওই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি কক। এতেই বিতর্ক শুরু হয়।

পরে অবশ্য ক্ষমাও চেয়েছেন ডি কক। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি যা করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। যদি আমি হাঁটু মুড়ে প্রতিবাদ জানালে তার মাধ্যমে অন্যদের সামান্য শিক্ষাও দেয়া যায় তা হলে আমি সেটাই করবো।’

শুধুমাত্র দক্ষিণ আফ্রিকাই নয়, এখন পর্যন্ত প্রায় সব দলই ম্যাচ শুরুর আগে বর্ণবৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানিয়েছে। টি-২০তে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ১৬ ম্যাচে ১০বার জিতেছে প্রোটিয়ারা। ৫বার জয় পায় শ্রীলঙ্কা। ১টি ম্যাচ টাই হয়। গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকা।

আর টি-২০ বিশ্বকাপে তিনবারের দেখায় দুইবার দক্ষিণ আফ্রিকা ও একবার জয় পায় শ্রীলঙ্কা।