সমালোচকরা ঠিকই জানেন, আমি কেমন ব্যাটার : ওয়ার্নার

চারদিকে যখন ডেভিড ওয়ার্নারের ফর্ম নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়, তিনি জবাব দিলেন ২২ গজেই। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে হাফসেঞ্চুরির দারুণ এক ইনিংস খেলে লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটে দলের সহজ জয়ে অবদান রাখেন। ব্যাট কথা বলার পর অবশ্য আর মুখের কথায় জবাব দেয়ার প্রয়োজন মনে করছেন না অস্ট্রেলিয়ান ওপেনার। এসব তার ধাতে নেই বলেও জানালেন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, খারাপ সময়েও মুখের হাসি অটুট রাখা।

শ্রীলঙ্কান ম্যাচে ৪২ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। স্রেফ ৩ উইকেট হারিয়ে ৩ ওভার বাকি রেখেই শ্রীলঙ্কার ১৫৪ রান টপকে যায় অস্ট্রেলিয়া।

এই ম্যাচের আগে সময়টা পক্ষে ছিল না ওয়ার্নারের। আইপিএলে দুটি ম্যাচ খেলার পরই জায়গা হারান একাদশে। এরপর ঠাঁই হয়নি তার আইপিএল দল হায়দরাবাদের ডাগ আউটেও।

আইপিএলের পর বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে ভালো করেননি তিনি। রানের দেখা পাননি বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। আইপিএল থেকে শুরু হওয়া সমালোচনা আরও বাড়তে থাকে বিশ্বকাপে এসে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে এই প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘ফর্মহীনতার কথা শুনে আমার হাসিই পায়, কয়টা ম্যাচে রান পাইনি? আইপিএলে দুটি ম্যাচ আর দুটি প্রস্তুতি ম্যাচে, এই তো!’

তার কথা যে ভুল ছিল না, সেটি প্রমাণ করে দিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। সংবাদ সম্মেলনে প্রসঙ্গও উঠল, এই ইনিংস কি সমালোচনার জবাব? ওয়ার্নার হাসলেন আবার।

‘সমালোচকদের মুখ বন্ধ করা? নাহ, কখনোই না। এটা খেলাধুলার জগত। এখানে যেমন চূড়ায় বিচরণ থাকবে, তেমনি তলানির স্বাদও পেতে হবে। স্রেফ আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, মুখে হাসি ফোটাতে হবে এবং সেটা কখনোই সরতে দেয়া যাবে না।’

‘এটা তাই কখনোই অমন নয় (সমালোচনার জবাব)। যারা আমার সমালোচনা করেন, তারা ঠিকই জানেন, আমি কেমন।’

লঙ্কা-অজি ম্যাচে সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ২০ ওভারে ১৫৪/৬ (নিসানকা ৭, পেরেরা ৩৫, আসালাঙ্কা ৩৫, আভিশকা ৪, রাজাপাকসে ৩৩*, হাসারাঙ্গা ৪, শানাকা ১২, চামিকা ৯*

স্টার্ক ২/২৭, কামিন্স ২/৩৪-২, জাম্পা ২/১২)। অস্ট্রেলিয়া ১৭ ওভারে ১৫৫/৩ (ওয়ার্নার ৬৫, ফিঞ্চ ৩৭, ম্যাক্সওয়েল ৫, স্মিথ ২৮*, স্টয়নিস ১৬*; হাসারাঙ্গা ২/২২, শানাকা ১/৬)। ম্যাচ সেরা : অ্যাডাম জাম্পা।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩

সমালোচকরা ঠিকই জানেন, আমি কেমন ব্যাটার : ওয়ার্নার

স্পোর্টস স্পোর্টস ডেস্ক

চারদিকে যখন ডেভিড ওয়ার্নারের ফর্ম নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়, তিনি জবাব দিলেন ২২ গজেই। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে হাফসেঞ্চুরির দারুণ এক ইনিংস খেলে লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটে দলের সহজ জয়ে অবদান রাখেন। ব্যাট কথা বলার পর অবশ্য আর মুখের কথায় জবাব দেয়ার প্রয়োজন মনে করছেন না অস্ট্রেলিয়ান ওপেনার। এসব তার ধাতে নেই বলেও জানালেন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, খারাপ সময়েও মুখের হাসি অটুট রাখা।

শ্রীলঙ্কান ম্যাচে ৪২ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। স্রেফ ৩ উইকেট হারিয়ে ৩ ওভার বাকি রেখেই শ্রীলঙ্কার ১৫৪ রান টপকে যায় অস্ট্রেলিয়া।

এই ম্যাচের আগে সময়টা পক্ষে ছিল না ওয়ার্নারের। আইপিএলে দুটি ম্যাচ খেলার পরই জায়গা হারান একাদশে। এরপর ঠাঁই হয়নি তার আইপিএল দল হায়দরাবাদের ডাগ আউটেও।

আইপিএলের পর বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে ভালো করেননি তিনি। রানের দেখা পাননি বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। আইপিএল থেকে শুরু হওয়া সমালোচনা আরও বাড়তে থাকে বিশ্বকাপে এসে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে এই প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘ফর্মহীনতার কথা শুনে আমার হাসিই পায়, কয়টা ম্যাচে রান পাইনি? আইপিএলে দুটি ম্যাচ আর দুটি প্রস্তুতি ম্যাচে, এই তো!’

তার কথা যে ভুল ছিল না, সেটি প্রমাণ করে দিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। সংবাদ সম্মেলনে প্রসঙ্গও উঠল, এই ইনিংস কি সমালোচনার জবাব? ওয়ার্নার হাসলেন আবার।

‘সমালোচকদের মুখ বন্ধ করা? নাহ, কখনোই না। এটা খেলাধুলার জগত। এখানে যেমন চূড়ায় বিচরণ থাকবে, তেমনি তলানির স্বাদও পেতে হবে। স্রেফ আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, মুখে হাসি ফোটাতে হবে এবং সেটা কখনোই সরতে দেয়া যাবে না।’

‘এটা তাই কখনোই অমন নয় (সমালোচনার জবাব)। যারা আমার সমালোচনা করেন, তারা ঠিকই জানেন, আমি কেমন।’

লঙ্কা-অজি ম্যাচে সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ২০ ওভারে ১৫৪/৬ (নিসানকা ৭, পেরেরা ৩৫, আসালাঙ্কা ৩৫, আভিশকা ৪, রাজাপাকসে ৩৩*, হাসারাঙ্গা ৪, শানাকা ১২, চামিকা ৯*

স্টার্ক ২/২৭, কামিন্স ২/৩৪-২, জাম্পা ২/১২)। অস্ট্রেলিয়া ১৭ ওভারে ১৫৫/৩ (ওয়ার্নার ৬৫, ফিঞ্চ ৩৭, ম্যাক্সওয়েল ৫, স্মিথ ২৮*, স্টয়নিস ১৬*; হাসারাঙ্গা ২/২২, শানাকা ১/৬)। ম্যাচ সেরা : অ্যাডাম জাম্পা।