মির্জাগঞ্জে ইউপি নির্বাচনে আ’লীগের বিদ্রোহী : উত্তেজনা

মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক নাসির মুন্সি (৫০) এর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান বাবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে।

মশিউর রহমান বাবলু ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মনোনীত প্রার্থী কাজী মিজানুর রহমান লাভলুর ছোট ভাই। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার কাঠালতলী বাজার সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায়। আহত নাসির মুন্সি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও উত্তর মাধবখালী গ্রামের হাতেম আলী মুন্সির ছেলে।

বিদ্রোহী প্রার্থীর সমর্থক আহত নাসির মুন্সি অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে মাধবখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলাম তালুকদারের মুন্সিরহাটে একটি নির্বাচনী সভা শেষে আমি (নাসির মুন্সি) কাঠালতলী বাসস্ট্যান্ড এলাকা দিয়ে বাড়ি যাচ্ছিলাম।  এ সময় নৌকার প্রার্থী কাজী মিজানুর রহমান লাভলুর ছোট ভাই মশিউর রহমান বাবলু ও তার সঙ্গী জাহাঙ্গীর মেম্বার, শাকিল ও নাসিরসহ দশ থেকে পনেরো জন এসে আমাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং বলতে থাকে নৌকার বিপক্ষে কেউ মিছিল মিটিং করলে তার হাত-পার রগ কেটে দেয়া হবে।

পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এখানেই আমি চিকিৎসাধীন আছি।

এ ব্যাপারে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কাজী মিজানুর রহমান লাভলু ও তার বাহিনী দিয়ে আমার এক সমর্থকে মারধর করে এবং আমার নির্বাচনি সভায় আাসতে লোকজনকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

রবিবার, ৩১ অক্টোবর ২০২১ , ১৫ কার্তিক ১৪২৮ ২৩ রবিউল আউয়াল ১৪৪৩

মির্জাগঞ্জে ইউপি নির্বাচনে আ’লীগের বিদ্রোহী : উত্তেজনা

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক নাসির মুন্সি (৫০) এর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান বাবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে।

মশিউর রহমান বাবলু ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মনোনীত প্রার্থী কাজী মিজানুর রহমান লাভলুর ছোট ভাই। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার কাঠালতলী বাজার সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায়। আহত নাসির মুন্সি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও উত্তর মাধবখালী গ্রামের হাতেম আলী মুন্সির ছেলে।

বিদ্রোহী প্রার্থীর সমর্থক আহত নাসির মুন্সি অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে মাধবখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলাম তালুকদারের মুন্সিরহাটে একটি নির্বাচনী সভা শেষে আমি (নাসির মুন্সি) কাঠালতলী বাসস্ট্যান্ড এলাকা দিয়ে বাড়ি যাচ্ছিলাম।  এ সময় নৌকার প্রার্থী কাজী মিজানুর রহমান লাভলুর ছোট ভাই মশিউর রহমান বাবলু ও তার সঙ্গী জাহাঙ্গীর মেম্বার, শাকিল ও নাসিরসহ দশ থেকে পনেরো জন এসে আমাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং বলতে থাকে নৌকার বিপক্ষে কেউ মিছিল মিটিং করলে তার হাত-পার রগ কেটে দেয়া হবে।

পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এখানেই আমি চিকিৎসাধীন আছি।

এ ব্যাপারে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কাজী মিজানুর রহমান লাভলু ও তার বাহিনী দিয়ে আমার এক সমর্থকে মারধর করে এবং আমার নির্বাচনি সভায় আাসতে লোকজনকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।