আফগানিস্তানের অর্থ ফেরত দেয়ার দাবি তালেবানের

আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভ জব্দ করে পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ। এতে নগদ অর্থের চরম ঘাটতিতে পড়ে আফগানিস্তানের ব্যাংকগুলো। জনগণের বেতন আটকে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে দেশটির বহু মানুষের।

এমন বাস্তবতায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ ছাড় দিতে বিশ্বকে চাপ দিচ্ছে তালেবান সরকার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও ইউরোপের কয়েকটি দেশের ব্যাংকে আফগানিস্তানের বিলিয়ন বিলিয়ন ডলার পড়ে আছে। আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ হাকমল বলেন, মানবিক সহায়তা আমরা যা পেয়েছি, তা খুবই অপ্রতুল। আমাদের আরও সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, ‘বিভিন্ন দেশে পড়ে থাকা অর্থের মালিক আফগান জনগণ। আমাদের অর্থ আমাদের ফেরত দাও। আফগান জনগণের অর্থ জব্দ করা অনৈতিক। এটি আন্তর্জাতিক আইন ও মূল্যবোধের লঙ্ঘন। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড মেম্বার শাহ মেহরাবি বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়া ঠেকাতে জার্মানিসহ ইউরোপীয় দেশগুলোর রিজার্ভে থাকা আফগানিস্তানের শেয়ার ছেড়ে দেয়ার অনুরোধ করা হচ্ছে।

রবিবার, ৩১ অক্টোবর ২০২১ , ১৫ কার্তিক ১৪২৮ ২৩ রবিউল আউয়াল ১৪৪৩

আফগানিস্তানের অর্থ ফেরত দেয়ার দাবি তালেবানের

আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভ জব্দ করে পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ। এতে নগদ অর্থের চরম ঘাটতিতে পড়ে আফগানিস্তানের ব্যাংকগুলো। জনগণের বেতন আটকে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে দেশটির বহু মানুষের।

এমন বাস্তবতায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ ছাড় দিতে বিশ্বকে চাপ দিচ্ছে তালেবান সরকার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও ইউরোপের কয়েকটি দেশের ব্যাংকে আফগানিস্তানের বিলিয়ন বিলিয়ন ডলার পড়ে আছে। আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ হাকমল বলেন, মানবিক সহায়তা আমরা যা পেয়েছি, তা খুবই অপ্রতুল। আমাদের আরও সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, ‘বিভিন্ন দেশে পড়ে থাকা অর্থের মালিক আফগান জনগণ। আমাদের অর্থ আমাদের ফেরত দাও। আফগান জনগণের অর্থ জব্দ করা অনৈতিক। এটি আন্তর্জাতিক আইন ও মূল্যবোধের লঙ্ঘন। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড মেম্বার শাহ মেহরাবি বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়া ঠেকাতে জার্মানিসহ ইউরোপীয় দেশগুলোর রিজার্ভে থাকা আফগানিস্তানের শেয়ার ছেড়ে দেয়ার অনুরোধ করা হচ্ছে।