ভারতে কৃষকের আত্মহত্যা বেড়েছে ১৮ শতাংশ

মহামারি করোনাভাইরাসের মধ্যে কৃষি ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হলেও ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ‘কৃষক আত্মহত্যার’ ঘটনা ১৮ শতাংশ বেড়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) রিপোর্ট অনুযায়ী, কৃষক আত্মহত্যার ঘটনার মধ্যে মহারাষ্ট্রে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি। এখানে কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ৪ হাজার ছয়জন আত্মহত্যা করেছেন।

একই সময়ে কর্নাটকে, অন্ধ্রপ্রদেশে ৮৮৯ জন, মধ্যপ্রদেশে ৭৩৫ জন, ছত্তিশগড়ে ৫৩৭ জন আত্মহত্যা করেছেন। ২০২০ সালে মোট ১০ হাজার ৬৭৭ জন আত্মহত্যা করেছেন। ২০১৯ সালেও মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এই চার রাজ্য কৃষক আত্মহত্যার ক্ষেত্রে শীর্ষে ছিল।

২০২০ সালে কৃষিক্ষেত্রে মোট ১০ হাজার ৬৭৭ জন আত্মহত্যার ঘটনা ভারতের মোট আত্মহত্যার সাত শতাংশ। এদের মধ্যে ৫ হাজার ৫৭৯ জন কৃষক এবং ৫ হাজার ৯৮ জন কৃষি শ্রমিক রয়েছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) জানিয়েছে, ভারতে প্রতি বছর ১ লাখ ৫৩ হাজার ৫২ জন আত্মহত্যা করেন।

রবিবার, ৩১ অক্টোবর ২০২১ , ১৫ কার্তিক ১৪২৮ ২৩ রবিউল আউয়াল ১৪৪৩

ভারতে কৃষকের আত্মহত্যা বেড়েছে ১৮ শতাংশ

মহামারি করোনাভাইরাসের মধ্যে কৃষি ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হলেও ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ‘কৃষক আত্মহত্যার’ ঘটনা ১৮ শতাংশ বেড়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) রিপোর্ট অনুযায়ী, কৃষক আত্মহত্যার ঘটনার মধ্যে মহারাষ্ট্রে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি। এখানে কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ৪ হাজার ছয়জন আত্মহত্যা করেছেন।

একই সময়ে কর্নাটকে, অন্ধ্রপ্রদেশে ৮৮৯ জন, মধ্যপ্রদেশে ৭৩৫ জন, ছত্তিশগড়ে ৫৩৭ জন আত্মহত্যা করেছেন। ২০২০ সালে মোট ১০ হাজার ৬৭৭ জন আত্মহত্যা করেছেন। ২০১৯ সালেও মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এই চার রাজ্য কৃষক আত্মহত্যার ক্ষেত্রে শীর্ষে ছিল।

২০২০ সালে কৃষিক্ষেত্রে মোট ১০ হাজার ৬৭৭ জন আত্মহত্যার ঘটনা ভারতের মোট আত্মহত্যার সাত শতাংশ। এদের মধ্যে ৫ হাজার ৫৭৯ জন কৃষক এবং ৫ হাজার ৯৮ জন কৃষি শ্রমিক রয়েছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) জানিয়েছে, ভারতে প্রতি বছর ১ লাখ ৫৩ হাজার ৫২ জন আত্মহত্যা করেন।