অ্যাপস ফ্লায়ারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় শেয়ারইট

সম্প্রতি প্রকাশিত অ্যাপস ফ্লায়ার র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্যাটাগরি ও অঞ্চলে শীর্ষস্থান অর্জন করেছে বৈশি^ক প্রযুক্তি প্রতিষ্ঠান শেয়ারইট গ্রুপের ফাইল শেয়ারিং, কন্টেন্ট স্ট্রিমিং এবং গেমিং অ্যাপ শেয়ারইট। আইএপি সূচকের ভলিউম র‌্যাঙ্কিংয়ে সকল ক্যাটাগরিতে গুগল, ফেসবুক এবং টিকটকের পরে বৈশি^কভাবে #৪ নম্বরে অবস্থানে রয়েছে শেয়ারইট। এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে অধিক রিটেনশন এবং আইএপি ভলিউমের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় তৃতীয় স্থানে অবস্থান করছে। উত্তর আমেরিকায় #১ নম্বরে ও লাতিন আমেরিকায় #২ নম্বরে সবচেয়ে দ্রুত বর্ধনশীল পাবলিশার হিসেবে শেয়ারইট রয়েছে। মার্কেটিং মেজারমেন্ট ও এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম অ্যাপসফ্লায়ার সম্প্রতি এর পারফর্মেন্স ইনডেক্সের ১৩ তম সংস্করণে এই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

শেয়ারইট গ্রুপের পার্টনার ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট কারাম মালহোত্রা বলেন, ‘ফাইন্যান্স ও ই-কমার্স ক্যাটাগরি সংশ্লিষ্ট ব্র্যান্ডের ইন-অ্যাপ বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে এই অঞ্চলে শীর্ষস্থানীয় মিডিয়া পাবলিশার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আমরা আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে সহায়তা করব।’ সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ৩১ অক্টোবর ২০২১ , ১৫ কার্তিক ১৪২৮ ২৩ রবিউল আউয়াল ১৪৪৩

অ্যাপস ফ্লায়ারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় শেয়ারইট

image

সম্প্রতি প্রকাশিত অ্যাপস ফ্লায়ার র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্যাটাগরি ও অঞ্চলে শীর্ষস্থান অর্জন করেছে বৈশি^ক প্রযুক্তি প্রতিষ্ঠান শেয়ারইট গ্রুপের ফাইল শেয়ারিং, কন্টেন্ট স্ট্রিমিং এবং গেমিং অ্যাপ শেয়ারইট। আইএপি সূচকের ভলিউম র‌্যাঙ্কিংয়ে সকল ক্যাটাগরিতে গুগল, ফেসবুক এবং টিকটকের পরে বৈশি^কভাবে #৪ নম্বরে অবস্থানে রয়েছে শেয়ারইট। এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে অধিক রিটেনশন এবং আইএপি ভলিউমের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় তৃতীয় স্থানে অবস্থান করছে। উত্তর আমেরিকায় #১ নম্বরে ও লাতিন আমেরিকায় #২ নম্বরে সবচেয়ে দ্রুত বর্ধনশীল পাবলিশার হিসেবে শেয়ারইট রয়েছে। মার্কেটিং মেজারমেন্ট ও এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম অ্যাপসফ্লায়ার সম্প্রতি এর পারফর্মেন্স ইনডেক্সের ১৩ তম সংস্করণে এই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

শেয়ারইট গ্রুপের পার্টনার ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট কারাম মালহোত্রা বলেন, ‘ফাইন্যান্স ও ই-কমার্স ক্যাটাগরি সংশ্লিষ্ট ব্র্যান্ডের ইন-অ্যাপ বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে এই অঞ্চলে শীর্ষস্থানীয় মিডিয়া পাবলিশার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আমরা আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে সহায়তা করব।’ সংবাদ বিজ্ঞপ্তি।