কাপাসিয়ায় নৌকা সমর্থকদের হামলায় সাংবাদিক আহত

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়েছে কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে প্রশাসন ও কর্তব্যরত পুলিশকে ঘিরে ফেলে তারা। এ দৃশ্যের ছবি উঠাতে গেলে দৈনিক যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি ও আনন্দ টিভির গাজীপুর পূর্বাঞ্চলের প্রতিনিধি খোরশেদ আলম খাঁনকে তারা বেধড়ক পিটিয়ে আহত করে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে রাখে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বিকেলে চাঁদপুর ইউনিয়নের নলগাঁও বাজারে নৌকা প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমানের কর্মীরা চেয়ার টেবিল সাজিয়ে জনসভার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন সেখানে হাজির হয়ে তাদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থীর ছেলের নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর সেখানে হাজির হলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। তারা এ জরিমানা দিতে অস্বীকৃতি জানালে চরম উত্তেজনা তৈরি হয় এবং তারা প্রশাসন ও চারজন পুলিশ সদস্যকে ঘিরে ফেলে। এ দৃশ্যের ছবি তুলতে গেলে দৈনিক যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি ও আনন্দ টিভির গাজীপুর পূর্বাঞ্চলের প্রতিনিধি খোরশেদ আলম খাঁন তাদের রোষানলে পড়েন। এ সময় তারা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে রাখে। এ সময় উপজেলা সহকারী কমিশনার আত্মরক্ষার্থে গাড়িতে আরোহণ করে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করলে তিনি কাপাসিয়া থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ নিয়ে সেখানে হাজির হন। বাকবিত-ার এক পর্যায়ে নৌকা প্রতীকের প্রার্থীর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার টাকা আদায়ে সক্ষম হন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন জানান, একই সময়ে দুইভাবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হলে তারা উত্তেজিত হয়ে উঠে এবং তা দিতে অস্বীকৃতি জানায়। তখন ছবি তোলার কারণে তারা সংবাদকর্মীকে অমানবিকভাবে বেধড়ক পেটায়, যা কোনভাবেই কাম্য নয়।

রবিবার, ৩১ অক্টোবর ২০২১ , ১৫ কার্তিক ১৪২৮ ২৩ রবিউল আউয়াল ১৪৪৩

আচরণবিধি লঙ্ঘন

কাপাসিয়ায় নৌকা সমর্থকদের হামলায় সাংবাদিক আহত

প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়েছে কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে প্রশাসন ও কর্তব্যরত পুলিশকে ঘিরে ফেলে তারা। এ দৃশ্যের ছবি উঠাতে গেলে দৈনিক যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি ও আনন্দ টিভির গাজীপুর পূর্বাঞ্চলের প্রতিনিধি খোরশেদ আলম খাঁনকে তারা বেধড়ক পিটিয়ে আহত করে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে রাখে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বিকেলে চাঁদপুর ইউনিয়নের নলগাঁও বাজারে নৌকা প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমানের কর্মীরা চেয়ার টেবিল সাজিয়ে জনসভার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন সেখানে হাজির হয়ে তাদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থীর ছেলের নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর সেখানে হাজির হলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। তারা এ জরিমানা দিতে অস্বীকৃতি জানালে চরম উত্তেজনা তৈরি হয় এবং তারা প্রশাসন ও চারজন পুলিশ সদস্যকে ঘিরে ফেলে। এ দৃশ্যের ছবি তুলতে গেলে দৈনিক যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি ও আনন্দ টিভির গাজীপুর পূর্বাঞ্চলের প্রতিনিধি খোরশেদ আলম খাঁন তাদের রোষানলে পড়েন। এ সময় তারা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে রাখে। এ সময় উপজেলা সহকারী কমিশনার আত্মরক্ষার্থে গাড়িতে আরোহণ করে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করলে তিনি কাপাসিয়া থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ নিয়ে সেখানে হাজির হন। বাকবিত-ার এক পর্যায়ে নৌকা প্রতীকের প্রার্থীর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার টাকা আদায়ে সক্ষম হন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন জানান, একই সময়ে দুইভাবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হলে তারা উত্তেজিত হয়ে উঠে এবং তা দিতে অস্বীকৃতি জানায়। তখন ছবি তোলার কারণে তারা সংবাদকর্মীকে অমানবিকভাবে বেধড়ক পেটায়, যা কোনভাবেই কাম্য নয়।