নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ীর কাছে সৌরভ বাহিনী ৭০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ও তাকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলি আদালতে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. আবুল খায়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এজাহারে উল্লেখ করেন, সে সেবার হাটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আয়করদাতা। দীর্ঘদিন সুনামের সঙ্গে পাইকারী ও খুচরা ব্যবসা করে আসছেন। শনিবার হঠাৎ করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ইসলাম সৌরভের নেতৃত্বে সৈকত, কালামসহ অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার দোকানে ঢুকে পড়ে এবং সৌরভ তার বুকে অস্ত্র ঠেকিয়ে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করে। এমন সময় তার শোর চিৎকারে বাজারে অন্যান্য ব্যবসায়ীরা ছুটে এলে সন্ত্রাসীরা চলে যায়। যাওয়ার সময় বলে যায়, তার দাবিকৃত চাঁদা না পেলে তার ব্যবসা বন্ধ করে জ্বালিয়ে দেবে এবং তাকে তুলে নিয়ে প্রাণে মেরে ফেলবে।
এ ব্যাপারে সে বাজার কমিটিসহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দিলেও এ সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ বিচার করতে পারবে না বলে জানায়।
এরপরও বার বার সন্ত্রাসীরা বাজারে ও বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুজি করে।
ভয়ে সে এলাকা থেকে পালিয়ে নোয়াখালী শহরে আশ্রয় নিয়েছে এবং আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত নোয়াখালী গোয়েন্দা বিভাগ ডিবিকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
নোয়াখালী ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়ভাবে তদন্ত করে সত্যতা পেয়েছেন। এর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রবিবার, ৩১ অক্টোবর ২০২১ , ১৫ কার্তিক ১৪২৮ ২৩ রবিউল আউয়াল ১৪৪৩
প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ীর কাছে সৌরভ বাহিনী ৭০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ও তাকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলি আদালতে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. আবুল খায়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এজাহারে উল্লেখ করেন, সে সেবার হাটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আয়করদাতা। দীর্ঘদিন সুনামের সঙ্গে পাইকারী ও খুচরা ব্যবসা করে আসছেন। শনিবার হঠাৎ করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ইসলাম সৌরভের নেতৃত্বে সৈকত, কালামসহ অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার দোকানে ঢুকে পড়ে এবং সৌরভ তার বুকে অস্ত্র ঠেকিয়ে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করে। এমন সময় তার শোর চিৎকারে বাজারে অন্যান্য ব্যবসায়ীরা ছুটে এলে সন্ত্রাসীরা চলে যায়। যাওয়ার সময় বলে যায়, তার দাবিকৃত চাঁদা না পেলে তার ব্যবসা বন্ধ করে জ্বালিয়ে দেবে এবং তাকে তুলে নিয়ে প্রাণে মেরে ফেলবে।
এ ব্যাপারে সে বাজার কমিটিসহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দিলেও এ সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ বিচার করতে পারবে না বলে জানায়।
এরপরও বার বার সন্ত্রাসীরা বাজারে ও বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুজি করে।
ভয়ে সে এলাকা থেকে পালিয়ে নোয়াখালী শহরে আশ্রয় নিয়েছে এবং আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত নোয়াখালী গোয়েন্দা বিভাগ ডিবিকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
নোয়াখালী ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়ভাবে তদন্ত করে সত্যতা পেয়েছেন। এর আইনগত ব্যবস্থা নেয়া হবে।