ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার।
তিনি বলেন, এই পরিস্থিতিতে কলেজ ও ছাত্রাবাসগুলোও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের গতকাল সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে ও গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে নওফেল ও নাছিরের সমর্থক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) এবং আকিব হোসেন (২০) নামের তিনজন আহত হয়। এদের মধ্যে আকিব শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসন চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। আর মাহফুজ ও নাইমুল ইসলাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।
পাঁচলাইশ থানার পরিদর্শক সাদিকুর রহমান (তদন্ত) বলেন, রাতে ছাত্রাবাসে প্রথমে উভয়গ্রুপ সংঘর্ষে জাড়ায়। ওই ঘটনার জেরে গতকাল কলেজের সামনে ফুটপাতে একজনকে মারধর করা হয়। এখন দুপক্ষ ক্যাম্পাসে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রবিবার, ৩১ অক্টোবর ২০২১ , ১৫ কার্তিক ১৪২৮ ২৩ রবিউল আউয়াল ১৪৪৩
চট্টগ্রাম ব্যুরো
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার।
তিনি বলেন, এই পরিস্থিতিতে কলেজ ও ছাত্রাবাসগুলোও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের গতকাল সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে ও গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে নওফেল ও নাছিরের সমর্থক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) এবং আকিব হোসেন (২০) নামের তিনজন আহত হয়। এদের মধ্যে আকিব শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসন চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। আর মাহফুজ ও নাইমুল ইসলাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।
পাঁচলাইশ থানার পরিদর্শক সাদিকুর রহমান (তদন্ত) বলেন, রাতে ছাত্রাবাসে প্রথমে উভয়গ্রুপ সংঘর্ষে জাড়ায়। ওই ঘটনার জেরে গতকাল কলেজের সামনে ফুটপাতে একজনকে মারধর করা হয়। এখন দুপক্ষ ক্যাম্পাসে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।