বিএনপি ষড়যন্ত্র ও বন্দুকের শক্তিতে বিশ্বাস করে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে না। তারা ষড়যন্ত্র ও বন্দুকের শক্তিতে বিশ্বাস করে বলেই বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার কথা বলেছেন। অতীতেও তারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ তাদেরই সৃষ্ট।

গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় যোগ দেয়ার পূর্বে জেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার বিবরণে তিনি আরও বলেন, বাংলাদেশে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে এবং সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভোট আদায় করার চেষ্টা করে সেই চক্র অর্থাৎ বিএনপি জামাতচক্র সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী কুমিল্লার পূজাম-পসহ দেশের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটিয়েছে। ইকবালকে যারা ইন্ধন যুগিয়েছে এসব ঘটনা ধীরে ধীরে দিবালোকের মতো স্পষ্ট হয়েছে। এই উগ্রশক্তি মাঝে মাঝে ফনা তোলে সমাজকে বিভাজন করার চেষ্টা করে। অতীতেও তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের মূলোৎপাটন করতে হবে। তিনি বলেন, সরকার ও আমাদের দল তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। এ পর্যন্ত ১২৯টি মামলা হয়েছে। ১২০০-এর বেশি গ্রেপ্তার হয়েছে। সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

’৭২-এর সংবিধানে ফিরে যাওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ’৭২-এর সংবিধানই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ও এরশাদ ক্ষমতা দখল করে ’৭২-এর সংবিধান কাটা-ছেঁড়া করে সংবিধানের মূল চেতনাকে নষ্ট করেছে। সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে সংবিধান কাটা-ছেঁড়া করা হয়েছিল তা আমরা পরিমার্জিত করেছি। আমাদের এই দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের মিলিত রক্তস্রোতের বিনিময়ে অর্জিত।

এরপর তিনি জেলা পরিষদ হলরুমে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাডভোকেট সফুরা বেগম রুমি, সৈয়দ আবদুল আউয়াল শামীম।

বর্ধিত সভাটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইমাম চৌধুরী।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁইসহ জেলা আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তথ্যমন্ত্রী জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছলে পুলিশের চৌকশ একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সেখানে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার বিপিএম পিপিএম(বার) উপস্থিত ছিলেন।

image

গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভার পূর্বে জেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ -সংবাদ

আরও খবর
বিএনপি শিকড় থেকে বিচ্ছিন্ন এবং নির্বাচন বিমুখ সেতুমন্ত্রী
ছাত্রলীগের সংঘর্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা
শ্রম আইনের কিছু ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক
চার ‘জুনোটিক রোগ’ থেকে সুরক্ষার জন্য প্রকল্প
রাজধানীতে আইস ইয়াবাসহ গ্রেপ্তার ৭

রবিবার, ৩১ অক্টোবর ২০২১ , ১৫ কার্তিক ১৪২৮ ২৩ রবিউল আউয়াল ১৪৪৩

বিএনপি ষড়যন্ত্র ও বন্দুকের শক্তিতে বিশ্বাস করে তথ্যমন্ত্রী

জেলা বার্তা পরিবেশক, দিনাজপুর

image

গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভার পূর্বে জেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ -সংবাদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে না। তারা ষড়যন্ত্র ও বন্দুকের শক্তিতে বিশ্বাস করে বলেই বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার কথা বলেছেন। অতীতেও তারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ তাদেরই সৃষ্ট।

গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় যোগ দেয়ার পূর্বে জেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার বিবরণে তিনি আরও বলেন, বাংলাদেশে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে এবং সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভোট আদায় করার চেষ্টা করে সেই চক্র অর্থাৎ বিএনপি জামাতচক্র সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী কুমিল্লার পূজাম-পসহ দেশের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটিয়েছে। ইকবালকে যারা ইন্ধন যুগিয়েছে এসব ঘটনা ধীরে ধীরে দিবালোকের মতো স্পষ্ট হয়েছে। এই উগ্রশক্তি মাঝে মাঝে ফনা তোলে সমাজকে বিভাজন করার চেষ্টা করে। অতীতেও তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের মূলোৎপাটন করতে হবে। তিনি বলেন, সরকার ও আমাদের দল তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। এ পর্যন্ত ১২৯টি মামলা হয়েছে। ১২০০-এর বেশি গ্রেপ্তার হয়েছে। সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

’৭২-এর সংবিধানে ফিরে যাওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ’৭২-এর সংবিধানই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ও এরশাদ ক্ষমতা দখল করে ’৭২-এর সংবিধান কাটা-ছেঁড়া করে সংবিধানের মূল চেতনাকে নষ্ট করেছে। সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে সংবিধান কাটা-ছেঁড়া করা হয়েছিল তা আমরা পরিমার্জিত করেছি। আমাদের এই দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের মিলিত রক্তস্রোতের বিনিময়ে অর্জিত।

এরপর তিনি জেলা পরিষদ হলরুমে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাডভোকেট সফুরা বেগম রুমি, সৈয়দ আবদুল আউয়াল শামীম।

বর্ধিত সভাটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইমাম চৌধুরী।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁইসহ জেলা আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তথ্যমন্ত্রী জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছলে পুলিশের চৌকশ একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সেখানে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার বিপিএম পিপিএম(বার) উপস্থিত ছিলেন।