ভারত-নিউজিল্যান্ড জমজমাট লড়াইয়ের সম্ভাবনা

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে পরাজয় দিয়ে এবারের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে ভারতের। আবার নিউজিল্যান্ডও সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছেই পরাজিত হয়েছে। একই দলের কাছে পরাজিত হওয়া নিউজিল্যান্ড ও ভারত আজ রাত ৮টায় পরস্পরের মুখোমুখি হচ্ছে। স্বাভাবিকভাবেই জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে দুই দলই, যদিও তা বাস্তবে কোনদিনও সম্ভব নয়।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের  সামনে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। ১০ উইকেটে ম্যাচ হারে তারা।

হার দিয়ে টুর্নামেন্ট শুরুর স্মৃতি ভুলে প্রথম জয় পেতে ভারতীয় দলকে ব্যাটারদের সঙ্গে বোলারদেরও জ্বলে উঠতে হবে। প্রথম ম্যাচে রানের খাতা না খুলেই রোহিত শর্মা ও এক অঙ্কের কোটায় লোকেশ রাহুল (৩) আউট হয়েছিলেন। বড় স্কোর গড়তে পারেননি সূর্যকুমার যাদব (১১)। সাফল্যের জন্য টপ-অর্ডারের দিকে তাকিয়ে থাকবে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের একাদশে পরিবর্তনের সম্ভাবনা থাকছে।

অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিতে হবে আমাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে, ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে। বোলারদের আরও উন্নতি করতে হবে। পাকিস্তানের বিপক্ষে কোন চাপই সৃষ্টি করতে পারেনি বোলাররা। আশা করি রোববারের ম্যাচে ব্যাটার-বোলাররা জ্বলে উঠবে।

অন্যদিকে ভারত বাজেভাবে হারলেও পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লড়াই করেছিল নিউজিল্যান্ড। স্বল্প পুঁজির ১৩৪ রান নিয়ে ৫ উইকেটে ম্যাচ হারে কিউইরা।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৪ রান করে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ও ডেভন কনওয়ে ২৭ রান করে করেন। ২৫ রান আসে অধিনায়ক কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে।

এরপর বোলাররা দারুণভাবে ম্যাচে রেখেছিল নিউজিল্যান্ডকে। ৮৭ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়েছিল তারা। শেষদিকে আসিফ আলির ১২ বলে অপরাজিত ২৭ রানে হাত থেকে ম্যাচ ফসকে যায় নিউজিল্যান্ডের। ৮ বল বাকি থাকতে ম্যাচ হারে কিউইরা।

হার দিয়ে শুরু হলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি কিউইদের। অধিনায়ক কেইন উইলিয়ামসন বলেছেন, পাকিস্তানের বিপক্ষে হারেও আমরা বিচলিত নই। ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী আমরা। দলের সবাই জয় পেতে মরিয়া।

জয় পরাজয়ের পরিসংখ্যানে টি-২০ ফরম্যাটে ভারত-নিউজিল্যান্ড সমানে-সমান। এখন পর্যন্ত ১৬ ম্যাচে সমান আটবার করে জিতেছে দু’দল।

২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ৫-০ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপে দু’বারের দেখায় দু’বারই ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড।

রবিবার, ৩১ অক্টোবর ২০২১ , ১৫ কার্তিক ১৪২৮ ২৩ রবিউল আউয়াল ১৪৪৩

ভারত-নিউজিল্যান্ড জমজমাট লড়াইয়ের সম্ভাবনা

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে পরাজয় দিয়ে এবারের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে ভারতের। আবার নিউজিল্যান্ডও সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছেই পরাজিত হয়েছে। একই দলের কাছে পরাজিত হওয়া নিউজিল্যান্ড ও ভারত আজ রাত ৮টায় পরস্পরের মুখোমুখি হচ্ছে। স্বাভাবিকভাবেই জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে দুই দলই, যদিও তা বাস্তবে কোনদিনও সম্ভব নয়।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের  সামনে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। ১০ উইকেটে ম্যাচ হারে তারা।

হার দিয়ে টুর্নামেন্ট শুরুর স্মৃতি ভুলে প্রথম জয় পেতে ভারতীয় দলকে ব্যাটারদের সঙ্গে বোলারদেরও জ্বলে উঠতে হবে। প্রথম ম্যাচে রানের খাতা না খুলেই রোহিত শর্মা ও এক অঙ্কের কোটায় লোকেশ রাহুল (৩) আউট হয়েছিলেন। বড় স্কোর গড়তে পারেননি সূর্যকুমার যাদব (১১)। সাফল্যের জন্য টপ-অর্ডারের দিকে তাকিয়ে থাকবে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের একাদশে পরিবর্তনের সম্ভাবনা থাকছে।

অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিতে হবে আমাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে, ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে। বোলারদের আরও উন্নতি করতে হবে। পাকিস্তানের বিপক্ষে কোন চাপই সৃষ্টি করতে পারেনি বোলাররা। আশা করি রোববারের ম্যাচে ব্যাটার-বোলাররা জ্বলে উঠবে।

অন্যদিকে ভারত বাজেভাবে হারলেও পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লড়াই করেছিল নিউজিল্যান্ড। স্বল্প পুঁজির ১৩৪ রান নিয়ে ৫ উইকেটে ম্যাচ হারে কিউইরা।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৪ রান করে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ও ডেভন কনওয়ে ২৭ রান করে করেন। ২৫ রান আসে অধিনায়ক কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে।

এরপর বোলাররা দারুণভাবে ম্যাচে রেখেছিল নিউজিল্যান্ডকে। ৮৭ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়েছিল তারা। শেষদিকে আসিফ আলির ১২ বলে অপরাজিত ২৭ রানে হাত থেকে ম্যাচ ফসকে যায় নিউজিল্যান্ডের। ৮ বল বাকি থাকতে ম্যাচ হারে কিউইরা।

হার দিয়ে শুরু হলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি কিউইদের। অধিনায়ক কেইন উইলিয়ামসন বলেছেন, পাকিস্তানের বিপক্ষে হারেও আমরা বিচলিত নই। ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী আমরা। দলের সবাই জয় পেতে মরিয়া।

জয় পরাজয়ের পরিসংখ্যানে টি-২০ ফরম্যাটে ভারত-নিউজিল্যান্ড সমানে-সমান। এখন পর্যন্ত ১৬ ম্যাচে সমান আটবার করে জিতেছে দু’দল।

২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ৫-০ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপে দু’বারের দেখায় দু’বারই ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড।