চোটে আক্রান্ত সাকিব পর্যবেক্ষণে

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে পাওয়া ব্যথায় নুরুল হাসান সোহানকে তিনদিনের বিশ্রাম দেয়া হয়েছে। এছাড়া সাকিব আল হাসানকে বিশ্রামের পাশাপাশি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ দুজনকে আবার দেখবেন চিকিৎসক। এরপরই জানা যাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা দুজন খেলতে পারবেন কি না। গতকাল বিকেলে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

আইসিসি একাডেমি মাঠে অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে পেটে ব্যথা পান উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভে বাংলাদেশের তৃতীয় ম্যাচে ছিলেন না তিনি। তার বদলে উইকেটকিপার ছিলেন লিটন দাস। কিপিংয়ে তার অভাব টের পেয়েছে বাংলাদেশ। নিকোলাস পুরানের স্টাম্পিং মিস করেছিলেন ২ রানে। সেই পুরান ৪০ রান করে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক হন।

অন্যদিকে সাকিব ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ওভারের পর হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন। পরে ফিরে এলেও বোলিং করছিলেন অস্বস্তি নিয়ে। ৪ ওভারে ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আর ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে করেন ৯ রান। বিসিবি জানিয়েছে, ৪৮ ঘণ্টা সাকিবকে বিশ্রামের পর তাকে পর্যবেক্ষণ করা হবে। পরের দিন সোমবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই দিন মেডিকেল টিম সোহানকে দেখে জানাবে ওই ম্যাচে তাকে খেলানো যাবে কি না।

রবিবার, ৩১ অক্টোবর ২০২১ , ১৫ কার্তিক ১৪২৮ ২৩ রবিউল আউয়াল ১৪৪৩

চোটে আক্রান্ত সাকিব পর্যবেক্ষণে

ক্রীড়া বার্তা পরিবেশক

image

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে পাওয়া ব্যথায় নুরুল হাসান সোহানকে তিনদিনের বিশ্রাম দেয়া হয়েছে। এছাড়া সাকিব আল হাসানকে বিশ্রামের পাশাপাশি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ দুজনকে আবার দেখবেন চিকিৎসক। এরপরই জানা যাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা দুজন খেলতে পারবেন কি না। গতকাল বিকেলে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

আইসিসি একাডেমি মাঠে অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে পেটে ব্যথা পান উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভে বাংলাদেশের তৃতীয় ম্যাচে ছিলেন না তিনি। তার বদলে উইকেটকিপার ছিলেন লিটন দাস। কিপিংয়ে তার অভাব টের পেয়েছে বাংলাদেশ। নিকোলাস পুরানের স্টাম্পিং মিস করেছিলেন ২ রানে। সেই পুরান ৪০ রান করে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক হন।

অন্যদিকে সাকিব ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ওভারের পর হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন। পরে ফিরে এলেও বোলিং করছিলেন অস্বস্তি নিয়ে। ৪ ওভারে ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আর ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে করেন ৯ রান। বিসিবি জানিয়েছে, ৪৮ ঘণ্টা সাকিবকে বিশ্রামের পর তাকে পর্যবেক্ষণ করা হবে। পরের দিন সোমবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই দিন মেডিকেল টিম সোহানকে দেখে জানাবে ওই ম্যাচে তাকে খেলানো যাবে কি না।