ভিনিসিয়ুসের গোলে জিতেছে রিয়াল

ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগায় শনিবার এলচেকে পরাজিত করেছে। এর মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল কার্লো আনচেলত্তির দল। আগের ম্যাচে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করায় কিছুটা চাপের মধ্যে ছিলেন কোচ। এলচের বিরুদ্ধে চমৎকার খেলে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে রিয়াল মাদ্রিদ। তারা জয়ী হয় ২-১ গোলে। এলচের হয়ে একটি গোল পরিশোধ করেন মিলা।

এ ম্যাচে দলে ছিলেন না দলের মূল স্ট্রাইকার করিম বেনজামা। তার বদলে মারিয়ানো সুযোগ পান প্রথম একাদশে।

রিয়াল মাদ্রিদ শুরু থেকেই প্রাধান্য বজায় রেখে খেলতে থাকে। খেলার ১৭ মিনিটে পেশীতে আঘাত পেয়ে মাঠ থেকে বের হয়ে যান রড্রিগো। তার বদলে বাকি সময় খেলেন মার্কো অ্যাসেনসিও। শেষ দিকে ভিনিসিয়ুসকে তুলে মাঠে নামানো হয় ইডেন হ্যাজার্ডকে। যে কারণে ভিনিসিয়ুস তার হ্যাটট্রিক পূরণের সুযোগ পাননি।

খেলার ২২ মিনিটে প্রথম গোল করেন ভিনিসিয়ুস। ৬৩ মিনিটের সময় এল চেয়ার রাউল গুটি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এর দশ মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। ৮৬ মিনিটে একটি গোল করেন মিলা।

১১ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে রিয়াল আছে শীর্ষে। তাদের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে রিয়াল সোসিয়াদাদ এবং সেভিয়া।

রবিবার, ৩১ অক্টোবর ২০২১ , ১৫ কার্তিক ১৪২৮ ২৩ রবিউল আউয়াল ১৪৪৩

ভিনিসিয়ুসের গোলে জিতেছে রিয়াল

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

ভিনিসিয়ুসকে সতীর্থের অভিনন্দন

ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগায় শনিবার এলচেকে পরাজিত করেছে। এর মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল কার্লো আনচেলত্তির দল। আগের ম্যাচে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করায় কিছুটা চাপের মধ্যে ছিলেন কোচ। এলচের বিরুদ্ধে চমৎকার খেলে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে রিয়াল মাদ্রিদ। তারা জয়ী হয় ২-১ গোলে। এলচের হয়ে একটি গোল পরিশোধ করেন মিলা।

এ ম্যাচে দলে ছিলেন না দলের মূল স্ট্রাইকার করিম বেনজামা। তার বদলে মারিয়ানো সুযোগ পান প্রথম একাদশে।

রিয়াল মাদ্রিদ শুরু থেকেই প্রাধান্য বজায় রেখে খেলতে থাকে। খেলার ১৭ মিনিটে পেশীতে আঘাত পেয়ে মাঠ থেকে বের হয়ে যান রড্রিগো। তার বদলে বাকি সময় খেলেন মার্কো অ্যাসেনসিও। শেষ দিকে ভিনিসিয়ুসকে তুলে মাঠে নামানো হয় ইডেন হ্যাজার্ডকে। যে কারণে ভিনিসিয়ুস তার হ্যাটট্রিক পূরণের সুযোগ পাননি।

খেলার ২২ মিনিটে প্রথম গোল করেন ভিনিসিয়ুস। ৬৩ মিনিটের সময় এল চেয়ার রাউল গুটি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এর দশ মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। ৮৬ মিনিটে একটি গোল করেন মিলা।

১১ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে রিয়াল আছে শীর্ষে। তাদের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে রিয়াল সোসিয়াদাদ এবং সেভিয়া।