মালিঙ্গার রেকর্ড ভাঙলেন রশিদ

আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে নতুন নজির গড়লেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। পাকিস্তান ম্যাচে টি২০ ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটের মালিক হয়েছেন তিনি। ভেঙে ফেলেছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার রেকর্ড।

মাত্র ৫৩ ম্যাচে ১০০ উইকেট নিলেন তিনি। এর আগে ৭৬ ম্যাচে মালিঙ্গার নেয়া ১০০ উইকেট ছিল দ্রুততম। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (৮২ ম্যাচে ১০০ উইকেট)। ৮৩ ম্যাচে এই কীর্তি করে চার নম্বরে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুধু টি২০-তেই নয়, একদিনের ম্যাচেও দ্রুততম সেঞ্চুরির উইকেট আফগান স্পিনারের দখলে। মাত্র ৪৪টি এক দিনের ম্যাচে এই রেকর্ড গড়েছেন রশিদ।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে হাফিজ ছাড়াও বাবর আজমের উইকেট নিয়েছেন রশিদ। কিন্তু তার পরেও ম্যাচ জিততে পারেননি তারা। এক ওভারে আসিফ আলীর চার ছক্কায় ম্যাচ জিতে গ্রুপ বি-র শীর্ষে পাকিস্তান।

রবিবার, ৩১ অক্টোবর ২০২১ , ১৫ কার্তিক ১৪২৮ ২৩ রবিউল আউয়াল ১৪৪৩

মালিঙ্গার রেকর্ড ভাঙলেন রশিদ

সংবাদ স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে নতুন নজির গড়লেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। পাকিস্তান ম্যাচে টি২০ ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটের মালিক হয়েছেন তিনি। ভেঙে ফেলেছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার রেকর্ড।

মাত্র ৫৩ ম্যাচে ১০০ উইকেট নিলেন তিনি। এর আগে ৭৬ ম্যাচে মালিঙ্গার নেয়া ১০০ উইকেট ছিল দ্রুততম। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (৮২ ম্যাচে ১০০ উইকেট)। ৮৩ ম্যাচে এই কীর্তি করে চার নম্বরে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুধু টি২০-তেই নয়, একদিনের ম্যাচেও দ্রুততম সেঞ্চুরির উইকেট আফগান স্পিনারের দখলে। মাত্র ৪৪টি এক দিনের ম্যাচে এই রেকর্ড গড়েছেন রশিদ।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে হাফিজ ছাড়াও বাবর আজমের উইকেট নিয়েছেন রশিদ। কিন্তু তার পরেও ম্যাচ জিততে পারেননি তারা। এক ওভারে আসিফ আলীর চার ছক্কায় ম্যাচ জিতে গ্রুপ বি-র শীর্ষে পাকিস্তান।