সচেতন হোন, ভালো থাকুন

বর্তমান যান্ত্রিক জীবনের শত ব্যস্ততার ভিড়ে এবং সময় স্বল্পতায় আমরা অল্প সময়ে সহজ পদ্ধতিতে কাজ করার পথ খোঁজার চেষ্টা করি। অন্যান্য ব্যবহার্য নানা উপাদানের মতো বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে একবার ব্যবহার্য বিভিন্ন সামগ্রী; বিশেষ করে ওয়ান টাইম প্লেট, কাপ, গ্লাস, বক্স প্রভৃতি। এটির ব্যবহার একদিকে যেমন সময়ের অপচয় রোধ করে; অন্যদিকে ধোয়ামোছা বা পরিষ্কারের ঝামেলা থাকে না। মূল্যও অপেক্ষাকৃত অনেক কম এবং সহজে বহনযোগ্য। ফলে যেকোনো অনুষ্ঠান, করপোরেট মিটিং, হোটেল রেস্টুরেন্ট, চায়ের দোকান সর্বত্রই এসবে চাহিদা ও ব্যবহার দিনদিন বেড়েই চলেছে।

প্রকৃতির নিয়ম অনুসারে প্রতিটি জিনিসের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই বিদ্যমান। ওয়ান টাইম সামগ্রীর কএসত্রেও প্রজোয্য। শুধু একবার ব্যবহারযোগ্য বলে ব্যবহারের পর অসেচতনভাবে যত্রতত্র ফেলে দেয়া হয়। কিন্তু এসব সামগ্রী প্লাস্টিক হওয়ায় মাটিতে মিশে না। এতে মাটি দূষণ হয়। আবার এসব পুড়িয়ে দিলে কালো ও বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করে; যা বায়ু দূষণ করে। অনেকে এসব ব্যবহারের পর জলাশয়ে ছুড়ে ফেলে; যার ফলে পানি দূষণ হয়। এসব অপচনশীল দ্রব্যে জলাশয়ের গভীরতা হারায়, জলজ প্রাণীদের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।

শুধু তাই নয়, এসব একবার ব্যবহার্য সামগ্রীর অসচেতনমূলক ব্যবহারের ফলে পরোক্ষভাবে মানবজাতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন উপায়ে এসব প্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে সৃষ্টি করে প্রাণঘাতী ক্যান্সারসহ জন্মগত ত্রুটি, জেনেটিক পরিবর্তন, দীর্ঘস্থায়ী ব্রংকাইটিস, আলসার, বধিরতা, চর্মরোগ, লিভার সমস্যা ইত্যাদি। তাই এসব সচেতনভাবে ব্যবহার করতে হবে। ব্যবহারের পর যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পুনরায় ব্যবহার করা গেলে একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ হবে, তেমন অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

হোমায়রা আঞ্জুম অন্তু

রবিবার, ৩১ অক্টোবর ২০২১ , ১৫ কার্তিক ১৪২৮ ২৩ রবিউল আউয়াল ১৪৪৩

সচেতন হোন, ভালো থাকুন

বর্তমান যান্ত্রিক জীবনের শত ব্যস্ততার ভিড়ে এবং সময় স্বল্পতায় আমরা অল্প সময়ে সহজ পদ্ধতিতে কাজ করার পথ খোঁজার চেষ্টা করি। অন্যান্য ব্যবহার্য নানা উপাদানের মতো বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে একবার ব্যবহার্য বিভিন্ন সামগ্রী; বিশেষ করে ওয়ান টাইম প্লেট, কাপ, গ্লাস, বক্স প্রভৃতি। এটির ব্যবহার একদিকে যেমন সময়ের অপচয় রোধ করে; অন্যদিকে ধোয়ামোছা বা পরিষ্কারের ঝামেলা থাকে না। মূল্যও অপেক্ষাকৃত অনেক কম এবং সহজে বহনযোগ্য। ফলে যেকোনো অনুষ্ঠান, করপোরেট মিটিং, হোটেল রেস্টুরেন্ট, চায়ের দোকান সর্বত্রই এসবে চাহিদা ও ব্যবহার দিনদিন বেড়েই চলেছে।

প্রকৃতির নিয়ম অনুসারে প্রতিটি জিনিসের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই বিদ্যমান। ওয়ান টাইম সামগ্রীর কএসত্রেও প্রজোয্য। শুধু একবার ব্যবহারযোগ্য বলে ব্যবহারের পর অসেচতনভাবে যত্রতত্র ফেলে দেয়া হয়। কিন্তু এসব সামগ্রী প্লাস্টিক হওয়ায় মাটিতে মিশে না। এতে মাটি দূষণ হয়। আবার এসব পুড়িয়ে দিলে কালো ও বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করে; যা বায়ু দূষণ করে। অনেকে এসব ব্যবহারের পর জলাশয়ে ছুড়ে ফেলে; যার ফলে পানি দূষণ হয়। এসব অপচনশীল দ্রব্যে জলাশয়ের গভীরতা হারায়, জলজ প্রাণীদের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।

শুধু তাই নয়, এসব একবার ব্যবহার্য সামগ্রীর অসচেতনমূলক ব্যবহারের ফলে পরোক্ষভাবে মানবজাতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন উপায়ে এসব প্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে সৃষ্টি করে প্রাণঘাতী ক্যান্সারসহ জন্মগত ত্রুটি, জেনেটিক পরিবর্তন, দীর্ঘস্থায়ী ব্রংকাইটিস, আলসার, বধিরতা, চর্মরোগ, লিভার সমস্যা ইত্যাদি। তাই এসব সচেতনভাবে ব্যবহার করতে হবে। ব্যবহারের পর যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পুনরায় ব্যবহার করা গেলে একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ হবে, তেমন অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

হোমায়রা আঞ্জুম অন্তু