দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা নিশ্চিতে শক্তিশালী বন্ড মার্কেট প্রয়োজন

দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা নিশ্চিতে শক্তিশালী বন্ড মার্কেট প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে গতকাল ‘দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো খাতে অর্থায়ন ঘাটতি পূরণ’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে। সেই ওয়েবিনারে তারা এসব মন্তব্য করেন।

ওয়েবিনারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং সাবেক মুখ্য সচিব ও ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)-এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান অনুষ্ঠানে অংশ নেন।

স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামো খাতের টেকসই উন্নয়নের কোন বিকল্প নেই। আমাদের অবকাঠমো খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে এবং জিডিপি’র ৪ শতাংশ এ খাতের উন্নয়নে ব্যয় করা হচ্ছে, যেখানে প্রতিবেশি দেশগুলো ডিজিপি’র প্রায় ৫-১০ শতাংশ এজন্য বিনিয়োগ করে থাকে। এমতাবস্থায় ডিসিসিআই সভাপতি অবকাঠামো খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা নিশ্চিতকল্পে বেসরকারি খাতকে সম্পৃক্ত প্রয়োজন।’

সালমান ফজলুর রহমান বলেন, ‘সরকার দেশের বেসরকারি খাতের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদানে নিরলসভাবে কাজ করছে এবং বর্তমান সরকার জ¦ালানী, বিদ্যুৎ, টেলিভিশন, মোবাইল, ব্যাংকিং, ইন্স্যুরেন্স প্রভৃতি খাতে বেসরকারি বিনিয়োগের জন্য সুযোগ উন্মুক্ত করেছে। তিনি জানান, বর্তমানে আমাদের মাথাপিছু আয় ২২৭ মার্কিন ডলার উন্নীত হয়েছে। সামনের দিনগুলোতে তা আরও বাড়বে। অবকাঠামো খাতে টেকসই ও দীর্ঘমেয়াদী ঋণ সহায়তার প্রাপ্তির জন্য আমাদেরকে আরও কৌশলী হতে হবে বলে উপদেষ্টা মত প্রকাশ করেন। বাংলাদেশে একটি কার্যকরী বন্ড মার্কেট চালু করতে হবে। পাশাপাশি এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যকার সমন্বয় বাড়ানো প্রয়োজন। বর্তমানে আমাদের ব্যাংকসমূহে প্রচুর অলস টাকা রয়েছে। যদি আমরা এ ধরনের অলস টাকা বন্ডে স্থানান্তরিত করতে পারি, তাহলে আমাদের অর্থনীতি সত্যিকার অর্থে উপকৃত হবে।’

মো. নজিবুর রহমান বলেন, ‘সরকার আমাদের অবকাঠামো খাতের উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। সেগুলো বাস্তবায়িত হলে আমরা অবকাঠামো খাতে উল্লেখজনক অগ্রগতি পরিলক্ষিত হবে। তবে এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে দেশের বেসরকারি খাতে মধ্যকার পার্টনারশিপ আরও জোর দিতে হবে। দেশের পুঁজিবাজার এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান ‘প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিজ)’-এর চেয়ারম্যান এন্ড্রু বেনব্রিজ বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও দীর্ঘমেয়াদী বিনিয়োগে আমরা অত্যন্ত আগ্রহী এবং এর সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে একটি সমীক্ষা সম্পন্ন করেছি।

সোমবার, ০১ নভেম্বর ২০২১ , ১৬ কার্তিক ১৪২৮ ২৪ রবিউল আউয়াল ১৪৪৩

বাণিজ্য মন্ত্রণালয় এবং ডিসিসিআই’র ওয়েবিনারে বক্তারা

দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা নিশ্চিতে শক্তিশালী বন্ড মার্কেট প্রয়োজন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা নিশ্চিতে শক্তিশালী বন্ড মার্কেট প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে গতকাল ‘দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো খাতে অর্থায়ন ঘাটতি পূরণ’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে। সেই ওয়েবিনারে তারা এসব মন্তব্য করেন।

ওয়েবিনারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং সাবেক মুখ্য সচিব ও ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)-এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান অনুষ্ঠানে অংশ নেন।

স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামো খাতের টেকসই উন্নয়নের কোন বিকল্প নেই। আমাদের অবকাঠমো খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে এবং জিডিপি’র ৪ শতাংশ এ খাতের উন্নয়নে ব্যয় করা হচ্ছে, যেখানে প্রতিবেশি দেশগুলো ডিজিপি’র প্রায় ৫-১০ শতাংশ এজন্য বিনিয়োগ করে থাকে। এমতাবস্থায় ডিসিসিআই সভাপতি অবকাঠামো খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা নিশ্চিতকল্পে বেসরকারি খাতকে সম্পৃক্ত প্রয়োজন।’

সালমান ফজলুর রহমান বলেন, ‘সরকার দেশের বেসরকারি খাতের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদানে নিরলসভাবে কাজ করছে এবং বর্তমান সরকার জ¦ালানী, বিদ্যুৎ, টেলিভিশন, মোবাইল, ব্যাংকিং, ইন্স্যুরেন্স প্রভৃতি খাতে বেসরকারি বিনিয়োগের জন্য সুযোগ উন্মুক্ত করেছে। তিনি জানান, বর্তমানে আমাদের মাথাপিছু আয় ২২৭ মার্কিন ডলার উন্নীত হয়েছে। সামনের দিনগুলোতে তা আরও বাড়বে। অবকাঠামো খাতে টেকসই ও দীর্ঘমেয়াদী ঋণ সহায়তার প্রাপ্তির জন্য আমাদেরকে আরও কৌশলী হতে হবে বলে উপদেষ্টা মত প্রকাশ করেন। বাংলাদেশে একটি কার্যকরী বন্ড মার্কেট চালু করতে হবে। পাশাপাশি এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যকার সমন্বয় বাড়ানো প্রয়োজন। বর্তমানে আমাদের ব্যাংকসমূহে প্রচুর অলস টাকা রয়েছে। যদি আমরা এ ধরনের অলস টাকা বন্ডে স্থানান্তরিত করতে পারি, তাহলে আমাদের অর্থনীতি সত্যিকার অর্থে উপকৃত হবে।’

মো. নজিবুর রহমান বলেন, ‘সরকার আমাদের অবকাঠামো খাতের উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। সেগুলো বাস্তবায়িত হলে আমরা অবকাঠামো খাতে উল্লেখজনক অগ্রগতি পরিলক্ষিত হবে। তবে এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে দেশের বেসরকারি খাতে মধ্যকার পার্টনারশিপ আরও জোর দিতে হবে। দেশের পুঁজিবাজার এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান ‘প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিজ)’-এর চেয়ারম্যান এন্ড্রু বেনব্রিজ বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও দীর্ঘমেয়াদী বিনিয়োগে আমরা অত্যন্ত আগ্রহী এবং এর সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে একটি সমীক্ষা সম্পন্ন করেছি।