ওয়েব ফিল্মে ব্যস্ত এলিনা শাম্মী

মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী এলিনা শাম্মী। উপস্থাপনা দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও এখন চলচ্চিত্রে বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশেষত তার অভিনীত ওয়েব ফিল্ম ‘জানোয়ার’ মুক্তির পর চলচ্চিত্রে প্রস্তাব আসতে থাকে। বর্তমানে চলচ্চিত্রেই বেশি ব্যস্ততা যাচ্ছে তার।

এলিনা শাম্মী বলেন, ‘সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’-এর ডাবিং শেষ করেছি। ‘জলরং’ ছবির প্রথম লট কাজ শুরু করলাম। মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’র কাজও শুরু করেছি। রাসেল মিয়ার ‘ভাইয়া রে’ সিনেমার ডাবিং শেষ। বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’-এর কাজ শেষ হয়েছে। আলী জুলফিকার জাহেদির ‘কাগজ’ ও সৈয়দ সাখাওয়াত হোসেনের ‘হিমুর বসন্ত’ এক লট করে কাজ বাকি আছে। গত দুই মাস হলো এগুলোয় যুক্ত হয়ে কাজ করছি। আসলে একটু ব্যস্ত সময়ই পার করছি। আর উপভোগও করছি।’

এদিকে আরও কিছু নতুন সিনেমা নিয়েও পরিচালকদের সঙ্গে কথা হচ্ছে এই অভিনেত্রীর। ওটিটি প্ল্যাটফর্মের কাজেও বেশ ঝোঁক রয়েছে এই অভিনেত্রীর। তাই সিনেমার পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন এলিনা শাম্মী। তিনি জানান, বর্তমানে সামিউর রহমানের ওয়েবফিল্ম জি ফাইভের ব্যানারে ‘কূহেলিকার’ শুটিং করছেন। এর আগে আই থিয়েটারের ব্যানারে ‘ভাইরাল’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন।

সোমবার, ০১ নভেম্বর ২০২১ , ১৬ কার্তিক ১৪২৮ ২৪ রবিউল আউয়াল ১৪৪৩

ওয়েব ফিল্মে ব্যস্ত এলিনা শাম্মী

বিনোদন প্রতিবেদক

image

মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী এলিনা শাম্মী। উপস্থাপনা দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও এখন চলচ্চিত্রে বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশেষত তার অভিনীত ওয়েব ফিল্ম ‘জানোয়ার’ মুক্তির পর চলচ্চিত্রে প্রস্তাব আসতে থাকে। বর্তমানে চলচ্চিত্রেই বেশি ব্যস্ততা যাচ্ছে তার।

এলিনা শাম্মী বলেন, ‘সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’-এর ডাবিং শেষ করেছি। ‘জলরং’ ছবির প্রথম লট কাজ শুরু করলাম। মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’র কাজও শুরু করেছি। রাসেল মিয়ার ‘ভাইয়া রে’ সিনেমার ডাবিং শেষ। বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’-এর কাজ শেষ হয়েছে। আলী জুলফিকার জাহেদির ‘কাগজ’ ও সৈয়দ সাখাওয়াত হোসেনের ‘হিমুর বসন্ত’ এক লট করে কাজ বাকি আছে। গত দুই মাস হলো এগুলোয় যুক্ত হয়ে কাজ করছি। আসলে একটু ব্যস্ত সময়ই পার করছি। আর উপভোগও করছি।’

এদিকে আরও কিছু নতুন সিনেমা নিয়েও পরিচালকদের সঙ্গে কথা হচ্ছে এই অভিনেত্রীর। ওটিটি প্ল্যাটফর্মের কাজেও বেশ ঝোঁক রয়েছে এই অভিনেত্রীর। তাই সিনেমার পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন এলিনা শাম্মী। তিনি জানান, বর্তমানে সামিউর রহমানের ওয়েবফিল্ম জি ফাইভের ব্যানারে ‘কূহেলিকার’ শুটিং করছেন। এর আগে আই থিয়েটারের ব্যানারে ‘ভাইরাল’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন।