ওয়ালটনের দুই বিজ্ঞাপনে টিপু

খায়রুল আলম টিপু, নাট্যাঙ্গনের অতি পরিচিত এক মুখ। বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’ এর কঞ্জুস চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক পরিচিতি পেয়েছেন। বর্তমানে তিনি পর্দাতেও নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি ওয়ালটনের দুটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন খায়রুল আলম টিপু। একটি ওলটন ক্যাবল, অপরটি ওয়ালটন ওয়াশিং মেশিন। ৩০অক্টেবর থেকে বিজ্ঞাপন দুটি প্রচারে এসেছে। টিপু জানান, সুনামগঞ্জের নীলাদ্রিতে শুটিং হয় ওয়ালটন ক্যাবলের বিজ্ঞাপনটি, আর ওয়াশিং মেশিনেরটা হয় সিলেটের একটি মনোরম টি রিসোর্টে। বিজ্ঞাপন দুটি পরিচালনা করেছেন কাওসার ইসলাম প্রান্ত। বর্তমানে দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে টিপু অভিনীত দুটি ধারাবাহিক নাটক। নাটকের নাম ‘মান অভিমান’ এবং

‘মাশরাফি জুনিয়র’। আগামী মাস থেকে একুশে টিভিতে প্রচার হবে টিপু অবিনিত ধারাবাহিক নাটক ‘বিজলি’, নাটকটি লিখছেন বরজাহান হোসেন, পরিচালনা করছেন তুষার খান। নাটকের পাশাপাশি সিনেমার কজও এখন নিয়মিত করছেন এই অভিনেতা। জানুয়ারি মাসে রিলিজ হবে তার অভিনিত এবং দীপঙ্কর দীপন পরিচালিত বড় বাজেটের চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। বিজ্ঞাপন দুটি নিয়ে টিপু বলেন, ‘বিজ্ঞাপনের কাজ করতে ভালো লাগে, কারণ বিজ্ঞাপন বারবার প্রচার হয় বলে এর মাধ্যমে দ্রুত মানুষের কাছে পরিচিতি পাওয়া যায়। তাছাড়া ওয়ালটন আমাদের দেশীয় প্রতিষ্ঠান, নিজের দেশের পণ্যের বিজ্ঞাপনের মডেল হতে পেরে আমি আনন্দিত। ইতোমধ্যে বিজ্ঞাপন দুটি প্রচারে আসার পর থেকে আশপাশের মানুষদের কাছে ভালো রেসপন্স পাচ্ছি।

সোমবার, ০১ নভেম্বর ২০২১ , ১৬ কার্তিক ১৪২৮ ২৪ রবিউল আউয়াল ১৪৪৩

ওয়ালটনের দুই বিজ্ঞাপনে টিপু

বিনোদন প্রতিবেদক

image

খায়রুল আলম টিপু, নাট্যাঙ্গনের অতি পরিচিত এক মুখ। বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’ এর কঞ্জুস চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক পরিচিতি পেয়েছেন। বর্তমানে তিনি পর্দাতেও নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি ওয়ালটনের দুটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন খায়রুল আলম টিপু। একটি ওলটন ক্যাবল, অপরটি ওয়ালটন ওয়াশিং মেশিন। ৩০অক্টেবর থেকে বিজ্ঞাপন দুটি প্রচারে এসেছে। টিপু জানান, সুনামগঞ্জের নীলাদ্রিতে শুটিং হয় ওয়ালটন ক্যাবলের বিজ্ঞাপনটি, আর ওয়াশিং মেশিনেরটা হয় সিলেটের একটি মনোরম টি রিসোর্টে। বিজ্ঞাপন দুটি পরিচালনা করেছেন কাওসার ইসলাম প্রান্ত। বর্তমানে দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে টিপু অভিনীত দুটি ধারাবাহিক নাটক। নাটকের নাম ‘মান অভিমান’ এবং

‘মাশরাফি জুনিয়র’। আগামী মাস থেকে একুশে টিভিতে প্রচার হবে টিপু অবিনিত ধারাবাহিক নাটক ‘বিজলি’, নাটকটি লিখছেন বরজাহান হোসেন, পরিচালনা করছেন তুষার খান। নাটকের পাশাপাশি সিনেমার কজও এখন নিয়মিত করছেন এই অভিনেতা। জানুয়ারি মাসে রিলিজ হবে তার অভিনিত এবং দীপঙ্কর দীপন পরিচালিত বড় বাজেটের চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। বিজ্ঞাপন দুটি নিয়ে টিপু বলেন, ‘বিজ্ঞাপনের কাজ করতে ভালো লাগে, কারণ বিজ্ঞাপন বারবার প্রচার হয় বলে এর মাধ্যমে দ্রুত মানুষের কাছে পরিচিতি পাওয়া যায়। তাছাড়া ওয়ালটন আমাদের দেশীয় প্রতিষ্ঠান, নিজের দেশের পণ্যের বিজ্ঞাপনের মডেল হতে পেরে আমি আনন্দিত। ইতোমধ্যে বিজ্ঞাপন দুটি প্রচারে আসার পর থেকে আশপাশের মানুষদের কাছে ভালো রেসপন্স পাচ্ছি।