লাভলুর ধারাবাহিকে মাহা

সালাহ উদ্দিন লাভলু এমনই একজন নাট্যনির্মাতা যার নির্দেশনায় নাটকে অভিনয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন নতুনরা। এই প্রজন্মের অভিনত্রেী মাহারও যেমন তেমনই অপেক্ষা ছিল। যদিও মাহা এরইমধ্যে দু’টি নাটকে অভিনয় করেছেন। কিন্তু এবারের প্রাপ্তিটা যেন ভিন্ন। এবারই প্রথম মাহা সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করছেন। নাটকের নাম চ্যানেল থেকে চূড়ান্ত হয়েছে ‘স-া পা-া’। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস এবং নির্মাণ করছেন সালাহ উদ্দিন লাভলু। এরইমধ্যে প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন মাহা। মাহা অভিনয় করছেন চামেলী চরিত্রে। মাহা বলেন, ‘শ্রদ্বেয় সালাহ উদ্দিন লাভলু স্যার এ দেশের অন্যতম গুণী নাট্যনির্মাতা। একজন গুণী অভিনেতাও বটে। তার নির্দেশনায় নাটকে কাজ করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের। আমি এর আগেও স্যারের নির্দেশনায় কাজ করেছিলাম। কিন্তু এবারই প্রথম দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেলাম। আমার বিশ^াস চামেলী চরিত্রটি দর্শকের ভালোলাগবে।’ সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় মাহা প্রথম অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরাীতে ‘বায়ূচড়া’ নাটকে। গতকাল মাহা সজীব মাহমুদেও নির্দেশনায় ‘আকবর দ্য কিং’ নাটকের শুটিংয়ে অংশ নেন।

সোমবার, ০১ নভেম্বর ২০২১ , ১৬ কার্তিক ১৪২৮ ২৪ রবিউল আউয়াল ১৪৪৩

লাভলুর ধারাবাহিকে মাহা

বিনোদন প্রতিবেদক

image

সালাহ উদ্দিন লাভলু এমনই একজন নাট্যনির্মাতা যার নির্দেশনায় নাটকে অভিনয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন নতুনরা। এই প্রজন্মের অভিনত্রেী মাহারও যেমন তেমনই অপেক্ষা ছিল। যদিও মাহা এরইমধ্যে দু’টি নাটকে অভিনয় করেছেন। কিন্তু এবারের প্রাপ্তিটা যেন ভিন্ন। এবারই প্রথম মাহা সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করছেন। নাটকের নাম চ্যানেল থেকে চূড়ান্ত হয়েছে ‘স-া পা-া’। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস এবং নির্মাণ করছেন সালাহ উদ্দিন লাভলু। এরইমধ্যে প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন মাহা। মাহা অভিনয় করছেন চামেলী চরিত্রে। মাহা বলেন, ‘শ্রদ্বেয় সালাহ উদ্দিন লাভলু স্যার এ দেশের অন্যতম গুণী নাট্যনির্মাতা। একজন গুণী অভিনেতাও বটে। তার নির্দেশনায় নাটকে কাজ করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের। আমি এর আগেও স্যারের নির্দেশনায় কাজ করেছিলাম। কিন্তু এবারই প্রথম দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেলাম। আমার বিশ^াস চামেলী চরিত্রটি দর্শকের ভালোলাগবে।’ সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় মাহা প্রথম অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরাীতে ‘বায়ূচড়া’ নাটকে। গতকাল মাহা সজীব মাহমুদেও নির্দেশনায় ‘আকবর দ্য কিং’ নাটকের শুটিংয়ে অংশ নেন।