জনসম্মুখে এসেছেন আখুন্দজাদা, দাবি তালেবানের

তালেবান গোষ্ঠীর সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে নিয়ে রহস্য যেন কাটছেই না। কিছুদিন আগেই তার মৃত্যুর খবর নিশ্চিত করেন দলের প্রবীণ নেতা আমিরুল মুমিনিন শেখ। তবে কান্দাহারের দক্ষিণাঞ্চলের এক সমাবেশে তিনি অংশ নেন বলে রয়টার্সকে জানান তালেবানের এক জ্যেষ্ঠ নেতা। ওই সমাবেশে তিনি আখুন্দজাদার সঙ্গেই ছিলেন বলেও দাবি করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কান্দাহারে দারুল উলুম হাকিমা মাদ্রাসা পরিদর্শন করেন তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। সেখানে প্রায় ১০ মিনিট সমর্থকদের উদ্দেশে কথা বলেন তিনি। যদিও চলতি মাসেই দলের প্রবীণ নেতা আমিরুল মুমিনিন শেখ সিএনএন নিউজ এইটিনকে এক সাক্ষাৎকারে বলেন, ‘২০২০ সালে পাকিস্তানি বাহিনীর পরিকল্পনায় সংঘটিত এক আত্মঘাতী হামলায় শহীদ হন হাইবাতুল্লাহ আখুন্দজাদা। যদিও তার বেঁচে থাকা কিংবা মারা যাওয়া নিয়ে তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দীর্ঘদিন ধরেই তিনি পর্দার আড়ালে রয়েছেন।

তালেবান নেতা আখতার মানসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর ২০১৬ সালের ২৫ মে থেকে তিনি তালেবানের সুপ্রিম কমান্ডারের দায়িত্বে রয়েছেন হিবাতুল্লাহ আখুন্দজাদা।

সোমবার, ০১ নভেম্বর ২০২১ , ১৬ কার্তিক ১৪২৮ ২৪ রবিউল আউয়াল ১৪৪৩

জনসম্মুখে এসেছেন আখুন্দজাদা, দাবি তালেবানের

তালেবান গোষ্ঠীর সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে নিয়ে রহস্য যেন কাটছেই না। কিছুদিন আগেই তার মৃত্যুর খবর নিশ্চিত করেন দলের প্রবীণ নেতা আমিরুল মুমিনিন শেখ। তবে কান্দাহারের দক্ষিণাঞ্চলের এক সমাবেশে তিনি অংশ নেন বলে রয়টার্সকে জানান তালেবানের এক জ্যেষ্ঠ নেতা। ওই সমাবেশে তিনি আখুন্দজাদার সঙ্গেই ছিলেন বলেও দাবি করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কান্দাহারে দারুল উলুম হাকিমা মাদ্রাসা পরিদর্শন করেন তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। সেখানে প্রায় ১০ মিনিট সমর্থকদের উদ্দেশে কথা বলেন তিনি। যদিও চলতি মাসেই দলের প্রবীণ নেতা আমিরুল মুমিনিন শেখ সিএনএন নিউজ এইটিনকে এক সাক্ষাৎকারে বলেন, ‘২০২০ সালে পাকিস্তানি বাহিনীর পরিকল্পনায় সংঘটিত এক আত্মঘাতী হামলায় শহীদ হন হাইবাতুল্লাহ আখুন্দজাদা। যদিও তার বেঁচে থাকা কিংবা মারা যাওয়া নিয়ে তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দীর্ঘদিন ধরেই তিনি পর্দার আড়ালে রয়েছেন।

তালেবান নেতা আখতার মানসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর ২০১৬ সালের ২৫ মে থেকে তিনি তালেবানের সুপ্রিম কমান্ডারের দায়িত্বে রয়েছেন হিবাতুল্লাহ আখুন্দজাদা।