ব্র্যাক ব্যাংকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

ব্যাংক হিসাব থেকে ৭৬ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ব্র্যাক ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবুল হাসনাতকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি আবুল হাসনাত ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত থাকার সময়ে অফিসের হিসাব থেকে ২০১৩ সালের ১৮ এপ্রিল স্ত্রী খন্দকার নাসরীন মোর্শেদার হিসাবে ৪৩ লাখ ৭৯ হাজার তিনশ’ টাকা এবং একই বছরের ২৫ এপ্রিল তার আত্মীয় রহমত উল্লাহর হিসাবে ৩২ লাখ ৩২ হাজার চারশ’ টাকা হস্তান্তর করে আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০১৪ সালের ২২ আগস্ট রাজধানীর গুলশান থানায় অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এরপর মামলাটি দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১৫ মার্চ দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার আদালতে চার্জশিট দাখিল করে।

সোমবার, ০১ নভেম্বর ২০২১ , ১৬ কার্তিক ১৪২৮ ২৪ রবিউল আউয়াল ১৪৪৩

৭৬ লাখ টাকা আত্মসাৎ

ব্র্যাক ব্যাংকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

আদালত বার্তা পরিবেশক

ব্যাংক হিসাব থেকে ৭৬ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ব্র্যাক ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবুল হাসনাতকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি আবুল হাসনাত ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত থাকার সময়ে অফিসের হিসাব থেকে ২০১৩ সালের ১৮ এপ্রিল স্ত্রী খন্দকার নাসরীন মোর্শেদার হিসাবে ৪৩ লাখ ৭৯ হাজার তিনশ’ টাকা এবং একই বছরের ২৫ এপ্রিল তার আত্মীয় রহমত উল্লাহর হিসাবে ৩২ লাখ ৩২ হাজার চারশ’ টাকা হস্তান্তর করে আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০১৪ সালের ২২ আগস্ট রাজধানীর গুলশান থানায় অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এরপর মামলাটি দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১৫ মার্চ দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার আদালতে চার্জশিট দাখিল করে।