দিনাজপুরে দুটি মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙ্গালি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে দেশকে স্বাধীন করেছে। ৩০ লাখ শহীদের রক্ত¯্রােত ধারায় মিশেছে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানের রক্ত। সেদিন ধর্ম-বর্ণ-গোত্রের পরিচয় ছিল না। সেদিনের রণাঙ্গনের পরিচয় ছিল ‘তুমি কে আমি কে বাঙ্গালি-বাঙ্গালি, জয় বাংলা’। সেই পাকিস্তানি প্রেতাত্মা বিএনপি-জামাত উগ্র-সাম্প্রদায়িক শক্তি হিন্দু সম্প্রদায়ের মন্দির- উপাসনালয়ে ও বাড়িঘরে অগ্নি সংযোগসহ লুটপাটের ঘটনা ঘটিয়ে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টায় লিপ্ত রয়েছে। এ দেশের ধর্মভীরু মানুষ কোনকালেই সাম্প্রদায়িকতাকে সমর্থন করেননি।

মুজিব শতবর্ষের উপহার হিসেবে দিনাজপুরে ৩০ লাখ টাকা ব্যয়ে শ্রী শ্রী বাসুনিয়াপট্টি দুর্গা মন্দির ও চকবাজার শ্রী শ্রী হরিসভার মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও বিশেষ অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

গতকাল হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে সমগ্র দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের আওতায় এই দুটি মন্দিরে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বাসুনিয়াপট্টি দুর্গা মন্দির কমিটির সভাপতি ডা. শান্তনু বসুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি একথা বলেন।

উদ্বোধনকালে চকবাজার শ্রী শ্রী হরিসভা মন্দির কমিটির সভাপতি কমল কুমার দাস গণেশ, লোকনাথ কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি সমর দাস, চকবাজার শ্রী শ্রী হরিসভা মন্দির কমিটির সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র গুপ্ত, খগেন্দ্র নাথ শীল, সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর বিএমএর সাধারণ সম্পাদক বিকে বোস, সহকারী সাধারণ সম্পাদক রাজকুমার জয়শোওয়াল, বাসুনিয়াপট্টি দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সাহা, কোষাধ্যক্ষ সত্য ঘোষ, দিনাজপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক সঞ্জিব সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী গণেশ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও বিপুল সংখ্যক ভক্তরা উপস্থিত ছিলেন।

সোমবার, ০১ নভেম্বর ২০২১ , ১৬ কার্তিক ১৪২৮ ২৪ রবিউল আউয়াল ১৪৪৩

দিনাজপুরে দুটি মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব বার্তা পরিবেশক, দিনাজপুর

জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙ্গালি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে দেশকে স্বাধীন করেছে। ৩০ লাখ শহীদের রক্ত¯্রােত ধারায় মিশেছে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানের রক্ত। সেদিন ধর্ম-বর্ণ-গোত্রের পরিচয় ছিল না। সেদিনের রণাঙ্গনের পরিচয় ছিল ‘তুমি কে আমি কে বাঙ্গালি-বাঙ্গালি, জয় বাংলা’। সেই পাকিস্তানি প্রেতাত্মা বিএনপি-জামাত উগ্র-সাম্প্রদায়িক শক্তি হিন্দু সম্প্রদায়ের মন্দির- উপাসনালয়ে ও বাড়িঘরে অগ্নি সংযোগসহ লুটপাটের ঘটনা ঘটিয়ে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টায় লিপ্ত রয়েছে। এ দেশের ধর্মভীরু মানুষ কোনকালেই সাম্প্রদায়িকতাকে সমর্থন করেননি।

মুজিব শতবর্ষের উপহার হিসেবে দিনাজপুরে ৩০ লাখ টাকা ব্যয়ে শ্রী শ্রী বাসুনিয়াপট্টি দুর্গা মন্দির ও চকবাজার শ্রী শ্রী হরিসভার মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও বিশেষ অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

গতকাল হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে সমগ্র দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের আওতায় এই দুটি মন্দিরে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বাসুনিয়াপট্টি দুর্গা মন্দির কমিটির সভাপতি ডা. শান্তনু বসুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি একথা বলেন।

উদ্বোধনকালে চকবাজার শ্রী শ্রী হরিসভা মন্দির কমিটির সভাপতি কমল কুমার দাস গণেশ, লোকনাথ কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি সমর দাস, চকবাজার শ্রী শ্রী হরিসভা মন্দির কমিটির সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র গুপ্ত, খগেন্দ্র নাথ শীল, সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর বিএমএর সাধারণ সম্পাদক বিকে বোস, সহকারী সাধারণ সম্পাদক রাজকুমার জয়শোওয়াল, বাসুনিয়াপট্টি দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সাহা, কোষাধ্যক্ষ সত্য ঘোষ, দিনাজপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক সঞ্জিব সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী গণেশ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও বিপুল সংখ্যক ভক্তরা উপস্থিত ছিলেন।