আন্তর্জাতিক জিমন্যাস্টিকসে বাংলাদেশ তৃতীয়

বঙ্গবন্ধু সেন্ট্রাল সাউথ এশিয়ান আন্তর্জাতিক জিমন্যাস্টিকসে তৃতীয় হয়েছে বাংলাদেশ। একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতেছে স্বাগতিকরা। ১৯টি স্বর্ণ, ১১টি রুপা ও আটটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে উজবেকিস্তান। ৩টি স্বর্ণ, ৯টি রুপা ও ১২টি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় হয় ভারত। রোববার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন উপস্থিত ছিলেন।

সোমবার, ০১ নভেম্বর ২০২১ , ১৬ কার্তিক ১৪২৮ ২৪ রবিউল আউয়াল ১৪৪৩

আন্তর্জাতিক জিমন্যাস্টিকসে বাংলাদেশ তৃতীয়

ক্রীড়া বার্তা পরিবেশক

বঙ্গবন্ধু সেন্ট্রাল সাউথ এশিয়ান আন্তর্জাতিক জিমন্যাস্টিকসে তৃতীয় হয়েছে বাংলাদেশ। একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতেছে স্বাগতিকরা। ১৯টি স্বর্ণ, ১১টি রুপা ও আটটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে উজবেকিস্তান। ৩টি স্বর্ণ, ৯টি রুপা ও ১২টি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় হয় ভারত। রোববার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন উপস্থিত ছিলেন।