জয়ী আবাহনী-মোহামেডান

প্রিমিয়ার লীগ হকিতে জিতেছে মোহামেডান ও আবাহনী। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে মোহামেডান ৬-০ গোলে হারায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের রাজীব দাস দুটি এবং প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, সুনিল সোমরপ্রিত ও নাসির হোসেন একটি করে গোল করেন। দিনের অন্য ম্যাচে আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে। জয়ী দলের মুহাম্মদ আলীম বিলাল দুটি ও পুষ্কর ক্ষিসা মিমো একটি গোল করেন।

সোমবার, ০১ নভেম্বর ২০২১ , ১৬ কার্তিক ১৪২৮ ২৪ রবিউল আউয়াল ১৪৪৩

জয়ী আবাহনী-মোহামেডান

ক্রীড়া বার্তা পরিবেশক

প্রিমিয়ার লীগ হকিতে জিতেছে মোহামেডান ও আবাহনী। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে মোহামেডান ৬-০ গোলে হারায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের রাজীব দাস দুটি এবং প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, সুনিল সোমরপ্রিত ও নাসির হোসেন একটি করে গোল করেন। দিনের অন্য ম্যাচে আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে। জয়ী দলের মুহাম্মদ আলীম বিলাল দুটি ও পুষ্কর ক্ষিসা মিমো একটি গোল করেন।