বিশ্বকাপে সাফল্যের রহস্য ফাঁস করলেন মরগান

গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স তারা। এবারের প্রতিযোগিতাতেও অপ্রতিরোধ্য দেখাচ্ছে ইংল্যান্ডকে। শনিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তিন জয় পেয়েছে ইংল্যান্ড। ম্যাচের পর নায়ক জস বাটলারের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক ইউন মরগান। পাশাপাশি জানান, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার কারণেই আমিরশাহিতে এত সফল তারা।

অল্প রান তারা করতে নেমে বাটলার-ঝড়ে ৫০ বল বাকি থাকতেই জিতেছে ইংল্যান্ড। ম্যাচের পর বাটলার বলেন, ‘সে এমন একজন ক্রিকেটার যে একার হাতে খেলাটা বদলে দিতে পারে। টি-টোয়েন্টি অন্যতম সেরা ক্রিকেটার হয়েও প্রতিনিয়ত নিজের খেলার উন্নতি করার দিকে নজর দিয়ে যায়। যে সব বোলারদের বিরুদ্ধে ও স্বচ্ছন্দ শুধু তাদের দিকেই নজর দেয় না। সমস্ত বোলারের ওপরেই দাপট দেখানোর চেষ্টা করে।’

বিশ্বকাপে সাফল্য প্রসঙ্গে মরগান বলেন, ‘এখানকার পরিস্থিতি দ্রুত মানিয়ে নিতে পেরেছি আমরা। প্রথম দুই ম্যাচের পর আজও সেটা দেখা গিয়েছে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এভাবে জয় আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে।’

সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ২০ ওভারে ১২৫ (ফিঞ্চ ৪৪, ওয়েড ১৮, অ্যাগার ২০, কামিন্স ১২, স্টার্ক ১৩; রশিদ ১/১৯, ওকস ২/২৩, জর্ডান ৩/১৭, লিভিংস্টোন ১/১৫, মিলস ২/৪৫)।

ইংল্যান্ড ১১.৪ ওভারে ১২৬/২ (রয় ২২, বাটলার ৭১*, বেয়ারস্টো ১৬*; অ্যাগার ১/১৫, জ্যাম্পা ১/৩৭)।

ম্যাচ সেরা : ক্রিস জর্ডান।

সোমবার, ০১ নভেম্বর ২০২১ , ১৬ কার্তিক ১৪২৮ ২৪ রবিউল আউয়াল ১৪৪৩

বিশ্বকাপে সাফল্যের রহস্য ফাঁস করলেন মরগান

সংবাদ স্পোর্টস ডেস্ক

গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স তারা। এবারের প্রতিযোগিতাতেও অপ্রতিরোধ্য দেখাচ্ছে ইংল্যান্ডকে। শনিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তিন জয় পেয়েছে ইংল্যান্ড। ম্যাচের পর নায়ক জস বাটলারের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক ইউন মরগান। পাশাপাশি জানান, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার কারণেই আমিরশাহিতে এত সফল তারা।

অল্প রান তারা করতে নেমে বাটলার-ঝড়ে ৫০ বল বাকি থাকতেই জিতেছে ইংল্যান্ড। ম্যাচের পর বাটলার বলেন, ‘সে এমন একজন ক্রিকেটার যে একার হাতে খেলাটা বদলে দিতে পারে। টি-টোয়েন্টি অন্যতম সেরা ক্রিকেটার হয়েও প্রতিনিয়ত নিজের খেলার উন্নতি করার দিকে নজর দিয়ে যায়। যে সব বোলারদের বিরুদ্ধে ও স্বচ্ছন্দ শুধু তাদের দিকেই নজর দেয় না। সমস্ত বোলারের ওপরেই দাপট দেখানোর চেষ্টা করে।’

বিশ্বকাপে সাফল্য প্রসঙ্গে মরগান বলেন, ‘এখানকার পরিস্থিতি দ্রুত মানিয়ে নিতে পেরেছি আমরা। প্রথম দুই ম্যাচের পর আজও সেটা দেখা গিয়েছে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এভাবে জয় আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে।’

সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ২০ ওভারে ১২৫ (ফিঞ্চ ৪৪, ওয়েড ১৮, অ্যাগার ২০, কামিন্স ১২, স্টার্ক ১৩; রশিদ ১/১৯, ওকস ২/২৩, জর্ডান ৩/১৭, লিভিংস্টোন ১/১৫, মিলস ২/৪৫)।

ইংল্যান্ড ১১.৪ ওভারে ১২৬/২ (রয় ২২, বাটলার ৭১*, বেয়ারস্টো ১৬*; অ্যাগার ১/১৫, জ্যাম্পা ১/৩৭)।

ম্যাচ সেরা : ক্রিস জর্ডান।