বাকৃবিতে রেলস্টেশন পুনরায় চালু হোক

ময়মনসিংহ শহরের অদূরে অবস্থিত দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী শিক্ষার্থীরা এখানে এসে পড়াশোনা করছে। বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে ময়মনসিংহ-ঢাকাগামী রেললাইন থাকার কারণে বেশির ভাগ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী তাদের নির্দিষ্ট গন্তব্যে নিরাপদ যাতায়াতের মাধ্যম হিসেবে রেলপথে যাতায়তই বেশি পছন্দ করে।

বাকৃবিতে অধ্যায়নরত ছয় হাজারের বেশি শিক্ষার্থীর পাশাপাশি সহস্রাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বাকৃবির ভিতরে একটি রেলস্টেশন থাকা সত্ত্বেও দীর্ঘ কয়েক বছর ধরে স্টেশনটি বন্ধ রয়েছে। এখনো সেই জায়গায় রেল প্ল্যাটফর্মটি রয়েছে। তবে এখন আর বিশ্ববিদ্যালয় প্লাটফর্মে কোন রেল থামে না। বিশ্ববিদ্যালয়ে স্টেশন চালু না থাকার কারণে শিক্ষার্থীদের যেতে হয় সদূর ময়মনসিংহ রেল স্টেশনে। ময়মনসিংহ শহরের যানজট সমস্যার কারণে শিক্ষার্থীদের স্টেশনে পৌঁছাতে অনেক সময় ভোগান্তির শিকার হতে হয়।

রেল স্টেশনটি পুনরায় চালু করা হলে বিশ্ববিদ্যালয় হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের তিক্ত কষ্ট অনেকটাই লাঘব হবে। তাই বিশ্ববিদ্যালয়ের সবার ভোগান্তি নিরসনের জন্য বাকৃবিতে পুনরায় রেলওয়ে স্টেশন চালু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেল মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আমান উল্লাহ

আরও খবর

সোমবার, ০১ নভেম্বর ২০২১ , ১৬ কার্তিক ১৪২৮ ২৪ রবিউল আউয়াল ১৪৪৩

বাকৃবিতে রেলস্টেশন পুনরায় চালু হোক

ময়মনসিংহ শহরের অদূরে অবস্থিত দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী শিক্ষার্থীরা এখানে এসে পড়াশোনা করছে। বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে ময়মনসিংহ-ঢাকাগামী রেললাইন থাকার কারণে বেশির ভাগ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী তাদের নির্দিষ্ট গন্তব্যে নিরাপদ যাতায়াতের মাধ্যম হিসেবে রেলপথে যাতায়তই বেশি পছন্দ করে।

বাকৃবিতে অধ্যায়নরত ছয় হাজারের বেশি শিক্ষার্থীর পাশাপাশি সহস্রাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বাকৃবির ভিতরে একটি রেলস্টেশন থাকা সত্ত্বেও দীর্ঘ কয়েক বছর ধরে স্টেশনটি বন্ধ রয়েছে। এখনো সেই জায়গায় রেল প্ল্যাটফর্মটি রয়েছে। তবে এখন আর বিশ্ববিদ্যালয় প্লাটফর্মে কোন রেল থামে না। বিশ্ববিদ্যালয়ে স্টেশন চালু না থাকার কারণে শিক্ষার্থীদের যেতে হয় সদূর ময়মনসিংহ রেল স্টেশনে। ময়মনসিংহ শহরের যানজট সমস্যার কারণে শিক্ষার্থীদের স্টেশনে পৌঁছাতে অনেক সময় ভোগান্তির শিকার হতে হয়।

রেল স্টেশনটি পুনরায় চালু করা হলে বিশ্ববিদ্যালয় হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের তিক্ত কষ্ট অনেকটাই লাঘব হবে। তাই বিশ্ববিদ্যালয়ের সবার ভোগান্তি নিরসনের জন্য বাকৃবিতে পুনরায় রেলওয়ে স্টেশন চালু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেল মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আমান উল্লাহ