কমলো সূচক, লেনদেনও নামলো ১২শ’ কোটির ঘরে

আগের কার্যদিবসের মতো গতকালও পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন সাড়ে তিন মাস পর ১২০০ কোটি টাকার ঘরে নেমে গেছে।

ডিএসইতে গতকাল এক হাজার ২৭৫ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইর তিন মাস ১৩ দিন বা ৬৬ কার্যদিবসের পর লেনদেন ১২শত কোটি টাকার ঘরে নেমেছে। এর আগে চলতি বছরের ১৯ জুলাই লেনদেন ১২শত কোটি টাকার ঘরে হয়েছিল। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৯০ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৯৯৮.০৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৯৬ পয়েন্ট বা ০.২৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.১০ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭৪.৪৬ পয়েন্টে এবং দুই হাজার ৬২৫.৭০ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির বা ৩৫.৩৭ শতাংশের, শেয়ার দর কমেছে ২০৫টির বা ৫৪.৫২ শতাংশের এবং ৩৮টির বা ১০.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮.৭৪ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৩৯.০৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির দর বেড়েছে, কমেছে ১৩৬টির আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭৩ লাখ ৪৮ হাজার ১০৮টি শেয়ার ৬৪ বার হাত বদলের মাধ্যমে ৪০ কোটি ৫২ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৯৮ লাখ টাকার ইস্টার্ন ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৫টির বা ৫৪.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মাইডাস ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস মাইডাস ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৭০ টাকা বা ৮.৩৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে মাইডাস ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফের ৬.১৭ শতাংশ, এএফসি এগ্রোর ৫.৯৭ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৫.৪৭ শতাংশ, লুব-রেফের ৫.৩১ শতাংশ, রহিম টেক্সটাইলের ৫.০৪ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ডের ৪.২৩ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৪.১৫ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.০২ শতাংশ এবং বে-লিজিংয়ের শেয়ার দর ৩.৯০ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৩টির বা ৩৫.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মোজাফফর হোসাইন স্পিনিং মিলস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলহাজ্ব টেক্সটাইলের ৮.৪৪ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৮.০৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৭.৫৮ শতাংশ, শেফার্ডের ৭.৫৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭.৩২ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৭.০৩ শতাংশ, ফার কেমিক্যালের ৬.৭২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.৩০ শতাংশ এবং ফরচুন সুজের শেয়ার দর ৬.০৬ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

কমলো সূচক, লেনদেনও নামলো ১২শ’ কোটির ঘরে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবসের মতো গতকালও পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন সাড়ে তিন মাস পর ১২০০ কোটি টাকার ঘরে নেমে গেছে।

ডিএসইতে গতকাল এক হাজার ২৭৫ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইর তিন মাস ১৩ দিন বা ৬৬ কার্যদিবসের পর লেনদেন ১২শত কোটি টাকার ঘরে নেমেছে। এর আগে চলতি বছরের ১৯ জুলাই লেনদেন ১২শত কোটি টাকার ঘরে হয়েছিল। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৯০ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৯৯৮.০৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৯৬ পয়েন্ট বা ০.২৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.১০ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭৪.৪৬ পয়েন্টে এবং দুই হাজার ৬২৫.৭০ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির বা ৩৫.৩৭ শতাংশের, শেয়ার দর কমেছে ২০৫টির বা ৫৪.৫২ শতাংশের এবং ৩৮টির বা ১০.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮.৭৪ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৩৯.০৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির দর বেড়েছে, কমেছে ১৩৬টির আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭৩ লাখ ৪৮ হাজার ১০৮টি শেয়ার ৬৪ বার হাত বদলের মাধ্যমে ৪০ কোটি ৫২ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৯৮ লাখ টাকার ইস্টার্ন ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৫টির বা ৫৪.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মাইডাস ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস মাইডাস ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৭০ টাকা বা ৮.৩৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে মাইডাস ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফের ৬.১৭ শতাংশ, এএফসি এগ্রোর ৫.৯৭ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৫.৪৭ শতাংশ, লুব-রেফের ৫.৩১ শতাংশ, রহিম টেক্সটাইলের ৫.০৪ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ডের ৪.২৩ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৪.১৫ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.০২ শতাংশ এবং বে-লিজিংয়ের শেয়ার দর ৩.৯০ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৩টির বা ৩৫.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মোজাফফর হোসাইন স্পিনিং মিলস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলহাজ্ব টেক্সটাইলের ৮.৪৪ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৮.০৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৭.৫৮ শতাংশ, শেফার্ডের ৭.৫৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭.৩২ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৭.০৩ শতাংশ, ফার কেমিক্যালের ৬.৭২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.৩০ শতাংশ এবং ফরচুন সুজের শেয়ার দর ৬.০৬ শতাংশ বেড়েছে।