৬০ শতাংশ শেয়ার ধারণ করছে না বীমার পরিচালকরা, বৈঠক ডেকেছে আইডিআরএ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের ৬০ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত আইন বাস্তবায়নের কৌশল নির্ধারণে বৈঠকে করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী বৃহস্পতিবার আইডিআরএ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে বীমা কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৬০ শতাংশ শেয়ার ধারণ আইন কীভাবে বাস্তবায়ন করা যায়, ৬০ শতাংশ শেয়ার ধারণ আইনটি বাস্তবায়নে আইনগত কোন বাধা আছে কি না, বাধা থাকলে সেগুলো কিভাবে নিরসন করা যাবে বৈঠকে সেসব বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলে আইডিআরএ সূত্রে জানা যায়।

জানা গেছে, বীমা কোম্পানির উদ্যোক্তাদের ৬০ শতাংশ শেয়ার ধারণ করতে ২০১০ সালে জাতীয় সংসদে একটি আইন পাশ হয়। আইনটি পাশের পর প্রায় ১১ বছর সময় দেয়া হয়েছে, যাতে বীমা কোম্পানিগুলোর উদ্যোক্তারা আইনটি পরিপালন করতে পারেন। কিন্তু আইন পরিপালনে তেমন অগ্রগতি হয়নি। বরং আইনটি বাস্তবায়নে নানা ত্রুটি-বিচ্যুতি সামনে আনা হয়েছে। এ কারণে আইডিআরএ আইনটি বাস্তবায়নে নতুন করে উদ্যোগ নিয়েছে।

এর আগে গত বছরের শেষ দিকে ৬০ শতাংশ শেয়ার ধারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বীমা কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় আইডিআরএ।

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

৬০ শতাংশ শেয়ার ধারণ করছে না বীমার পরিচালকরা, বৈঠক ডেকেছে আইডিআরএ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের ৬০ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত আইন বাস্তবায়নের কৌশল নির্ধারণে বৈঠকে করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী বৃহস্পতিবার আইডিআরএ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে বীমা কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৬০ শতাংশ শেয়ার ধারণ আইন কীভাবে বাস্তবায়ন করা যায়, ৬০ শতাংশ শেয়ার ধারণ আইনটি বাস্তবায়নে আইনগত কোন বাধা আছে কি না, বাধা থাকলে সেগুলো কিভাবে নিরসন করা যাবে বৈঠকে সেসব বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলে আইডিআরএ সূত্রে জানা যায়।

জানা গেছে, বীমা কোম্পানির উদ্যোক্তাদের ৬০ শতাংশ শেয়ার ধারণ করতে ২০১০ সালে জাতীয় সংসদে একটি আইন পাশ হয়। আইনটি পাশের পর প্রায় ১১ বছর সময় দেয়া হয়েছে, যাতে বীমা কোম্পানিগুলোর উদ্যোক্তারা আইনটি পরিপালন করতে পারেন। কিন্তু আইন পরিপালনে তেমন অগ্রগতি হয়নি। বরং আইনটি বাস্তবায়নে নানা ত্রুটি-বিচ্যুতি সামনে আনা হয়েছে। এ কারণে আইডিআরএ আইনটি বাস্তবায়নে নতুন করে উদ্যোগ নিয়েছে।

এর আগে গত বছরের শেষ দিকে ৬০ শতাংশ শেয়ার ধারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বীমা কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় আইডিআরএ।