সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন আজ

আজ একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ - ৬ আসনের উপনির্বাচন। শাহজাদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ - ৬ আসন গঠিত। এ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় আসনটি শূণ্য হয়। নির্বাচনে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা (নৌকা), জাতীয় পার্টির মোক্তার হোসেন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ূন কবির (মোটরগাড়ী)। রাজশাহী আঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম জানান, এ আসনের ১৬০টি ভোট কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি ভোট কেন্দ্রে ৪ জন সশস্ত্র পুলিশ ও ১২ জন সশস্ত্র আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, ৮ প্লাটুন র‌্যাব, পুলিশের ১৬টি মোবাইল টিম ও ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট গোটা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি ১ জন যুগ্ম জেলা জজ ও ১ জন সিনিয়র সহকারী জজ-এর নেতৃত্বে দুইটি বিচারিক আদালত ভোট গ্রহণ চলাকালে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন আজ

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

আজ একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ - ৬ আসনের উপনির্বাচন। শাহজাদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ - ৬ আসন গঠিত। এ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় আসনটি শূণ্য হয়। নির্বাচনে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা (নৌকা), জাতীয় পার্টির মোক্তার হোসেন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ূন কবির (মোটরগাড়ী)। রাজশাহী আঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম জানান, এ আসনের ১৬০টি ভোট কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি ভোট কেন্দ্রে ৪ জন সশস্ত্র পুলিশ ও ১২ জন সশস্ত্র আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, ৮ প্লাটুন র‌্যাব, পুলিশের ১৬টি মোবাইল টিম ও ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট গোটা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি ১ জন যুগ্ম জেলা জজ ও ১ জন সিনিয়র সহকারী জজ-এর নেতৃত্বে দুইটি বিচারিক আদালত ভোট গ্রহণ চলাকালে দায়িত্ব পালন করবেন।