আলমগীর-রুনা লায়লা সম্মানীত করলেন অভির পিতা-মাতাকে

গেলো ৩১ অক্টোবর ছিল সাংবাদিক অভি মঈনুদ্দীনের জন্মদিন। আবার সেই সময়টাতেই তিনি সাংবাদিকতায় দুই দশক পেরিয়ে ২১ বছর পূর্ণ করেন । দুটি বিশেষ কারণে সেদিন রাজধানীর ‘ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ ‘আলী রূপা ফাউন্ডেশন’র উদ্যোগে সন্ধ্যা ৭টা থেকে রাত অবধি এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট থেকে এসে অংশগ্রহণ করেন অভি মঈনুদ্দীনের পিতা আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ ও মাতা রুশেদা পারভীন। শান্তা জাহানের উপস্থাপনার মধ্যদিয়েই অনুষ্ঠান শুরু হয়। উপস্থাপিকার আহ্বানে মঞ্চে উঠে আসেন আলমগীর ও রুনা লায়লা। আলমগীর বলেন, ‘সাংবাদিকতায় অভির দুই দশক পার হলো, এজন্য তাকে অভিনন্দন।’ রুনা লায়লা বলেন, ‘সাংবাকিতা পেশার জন্য যে শ্রম দিতে হয়, যে ধৈর্য ধরে কাজ করতে হয়Ñঅভি সেটা করে। তার সাংবাদিকতার দুই দশক পূর্ণতে আমি আন্তরিক অভিনন্দন জানাই।’ বক্তব্য শেষে তারা একজন সফল সাংবাদিকের বাবা-মা হিসেবে অভির পিতা-মাতা’র হাতে বিশেষ সম্মাননা তুলে দেন ‘আলী-রূপা ফাউন্ডেশনের পক্ষ থেকে। এ সময় পাশে ছিলেন আলী-রূপা ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল হক অভির ছোট ভাই মোহসীন ও অভির স্ত্রী, সন্তানসহ আরও অনেক। অভি মঈনুদ্দীন বলেন, ‘শ্রদ্ধেয় আলমগীর ভাই এবং রুনা লায়লা আপা তারা আমার আমার বাবা মায়ের হাতে যেভাবে আন্তরিকতার সঙ্গে সম্মাননা তুলে দিলেনÑতা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত।’ অনুষ্ঠানে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান, ওস্তাদ ইয়াকুব আলী খান, কুমার বিশ^জিৎ, অরুনা বিশ^াস, সুব্রত, শাবনাজ-নাইম, বাপ্পারাজ, ওমরসানী, ফেরদৌস, শিল্পী, বৃন্দাবন দাস, চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী, আঁখি আলমগীর, দিঠি-উপল, তারিন-ঈশিতা, ধ্রুব গুহ, জুয়েল মোর্শেদ, কনা, অপূর্ব, নাদিয়া, নাঈম, আরিফিন শুভ, সিয়াম, তাহমিনা সুলতানা মৌ, বুবলী, কাজী সোমা, বাবলী, নিশীতা, খেয়া, অধরা খান, অধরা জাহান, তামান্না প্রমি, দীঘি, চমক তারা, শাকিলা পারভীন, স্বপ্নীল সজীব, ইউসুফ, জাকির হোসেন বাবু, ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, ডা. অঞ্জন কুমার দেব, মুক্তা দেব, জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

আলমগীর-রুনা লায়লা সম্মানীত করলেন অভির পিতা-মাতাকে

বিনোদন প্রতিবেদক

image

গেলো ৩১ অক্টোবর ছিল সাংবাদিক অভি মঈনুদ্দীনের জন্মদিন। আবার সেই সময়টাতেই তিনি সাংবাদিকতায় দুই দশক পেরিয়ে ২১ বছর পূর্ণ করেন । দুটি বিশেষ কারণে সেদিন রাজধানীর ‘ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ ‘আলী রূপা ফাউন্ডেশন’র উদ্যোগে সন্ধ্যা ৭টা থেকে রাত অবধি এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট থেকে এসে অংশগ্রহণ করেন অভি মঈনুদ্দীনের পিতা আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ ও মাতা রুশেদা পারভীন। শান্তা জাহানের উপস্থাপনার মধ্যদিয়েই অনুষ্ঠান শুরু হয়। উপস্থাপিকার আহ্বানে মঞ্চে উঠে আসেন আলমগীর ও রুনা লায়লা। আলমগীর বলেন, ‘সাংবাদিকতায় অভির দুই দশক পার হলো, এজন্য তাকে অভিনন্দন।’ রুনা লায়লা বলেন, ‘সাংবাকিতা পেশার জন্য যে শ্রম দিতে হয়, যে ধৈর্য ধরে কাজ করতে হয়Ñঅভি সেটা করে। তার সাংবাদিকতার দুই দশক পূর্ণতে আমি আন্তরিক অভিনন্দন জানাই।’ বক্তব্য শেষে তারা একজন সফল সাংবাদিকের বাবা-মা হিসেবে অভির পিতা-মাতা’র হাতে বিশেষ সম্মাননা তুলে দেন ‘আলী-রূপা ফাউন্ডেশনের পক্ষ থেকে। এ সময় পাশে ছিলেন আলী-রূপা ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল হক অভির ছোট ভাই মোহসীন ও অভির স্ত্রী, সন্তানসহ আরও অনেক। অভি মঈনুদ্দীন বলেন, ‘শ্রদ্ধেয় আলমগীর ভাই এবং রুনা লায়লা আপা তারা আমার আমার বাবা মায়ের হাতে যেভাবে আন্তরিকতার সঙ্গে সম্মাননা তুলে দিলেনÑতা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত।’ অনুষ্ঠানে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান, ওস্তাদ ইয়াকুব আলী খান, কুমার বিশ^জিৎ, অরুনা বিশ^াস, সুব্রত, শাবনাজ-নাইম, বাপ্পারাজ, ওমরসানী, ফেরদৌস, শিল্পী, বৃন্দাবন দাস, চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী, আঁখি আলমগীর, দিঠি-উপল, তারিন-ঈশিতা, ধ্রুব গুহ, জুয়েল মোর্শেদ, কনা, অপূর্ব, নাদিয়া, নাঈম, আরিফিন শুভ, সিয়াম, তাহমিনা সুলতানা মৌ, বুবলী, কাজী সোমা, বাবলী, নিশীতা, খেয়া, অধরা খান, অধরা জাহান, তামান্না প্রমি, দীঘি, চমক তারা, শাকিলা পারভীন, স্বপ্নীল সজীব, ইউসুফ, জাকির হোসেন বাবু, ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, ডা. অঞ্জন কুমার দেব, মুক্তা দেব, জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।