বিজয় দিবসে ভাবনা

বিজয় দিবসে মুক্তি পাবে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার অভিনিত ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এরইমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত এ চলচ্চিত্রটি। সেন্সর ছাড়পত্র পাওয়া সাপেক্ষে চলতি বছরের বিজয় দিবসে সিনেমাটি হলে মুক্তির পরিকল্পনার কথা জানালেন পরিচালক। ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধের গল্পের এ সিনেমা পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন আতিক। ভাবনা বলেন, এ সিনেমাটি নাচ-গানে ভরপুর না হলেও দর্শকের ভালো লাগবে আশা করি।’ এই ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

বিজয় দিবসে ভাবনা

বিনোদন প্রতিবেদক

image

বিজয় দিবসে মুক্তি পাবে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার অভিনিত ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এরইমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত এ চলচ্চিত্রটি। সেন্সর ছাড়পত্র পাওয়া সাপেক্ষে চলতি বছরের বিজয় দিবসে সিনেমাটি হলে মুক্তির পরিকল্পনার কথা জানালেন পরিচালক। ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধের গল্পের এ সিনেমা পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন আতিক। ভাবনা বলেন, এ সিনেমাটি নাচ-গানে ভরপুর না হলেও দর্শকের ভালো লাগবে আশা করি।’ এই ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।