মঞ্চস্থ হলো ‘লালমনি ৭১’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও নাট্যজন লিয়াকত আলী লাকির ভাবনা ও পরিকল্পনায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যপী ৬৪ জেলায় নির্মিত ও মঞ্চায়িত হচ্ছে গণহত্যা পরিবেশ থিয়েটার। গত ৩০ অক্টোবর শনিবার লালমনিরহাট এম.টি. হোসাইন ইনস্টিটিউট প্রাঙ্গণে মঞ্চস্থ হয়েছে গণহত্যা পরিবেশ থিয়েটার ‘লালমনি ৭১’। রচনায় শ্রাবণী প্রামানিক এবং পরিকল্পনা ও নির্দেশনা সম্রাট প্রামাণিক, পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমি, লালমনিরহাট। নাটকে অভিনয় করেন লালমনিরহাটের স্থানীয় অভিনয় শিল্পীরা।

ওই দিন সন্ধ্যা ৭টায় লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. আবু জাফরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, লালমনিরহাট ১ সংসদ সদস্য মো. মোতাহার হোসেন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, লালমনিরহাটের বিপিএম পিপিএম, পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট সাবেক সংসদ সদস্য ও মহিলা সংস্থার চেয়ারম্যান এড. সাফুরা বেগম রুমি, লালমনিরহাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাটের বীরপ্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক, লালমনিরহাটের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মেজবাহ উদ্দিন। উদ্বোধনী বক্তৃতায় লিয়াকত আলী লাকি বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিবেশনাধর্মী শিল্পের অন্যতম জাতীয় প্রতিষ্ঠান। সুবর্ণবর্ষে একাডেমির একটি উল্লেখযোগ্য কর্মসূচি ৬৪ জেলায় গণহত্যার পরিবেশ থিয়েটার নির্মাণ। মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।’

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

মঞ্চস্থ হলো ‘লালমনি ৭১’

বিনোদন প্রতিবেদক

image

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও নাট্যজন লিয়াকত আলী লাকির ভাবনা ও পরিকল্পনায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যপী ৬৪ জেলায় নির্মিত ও মঞ্চায়িত হচ্ছে গণহত্যা পরিবেশ থিয়েটার। গত ৩০ অক্টোবর শনিবার লালমনিরহাট এম.টি. হোসাইন ইনস্টিটিউট প্রাঙ্গণে মঞ্চস্থ হয়েছে গণহত্যা পরিবেশ থিয়েটার ‘লালমনি ৭১’। রচনায় শ্রাবণী প্রামানিক এবং পরিকল্পনা ও নির্দেশনা সম্রাট প্রামাণিক, পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমি, লালমনিরহাট। নাটকে অভিনয় করেন লালমনিরহাটের স্থানীয় অভিনয় শিল্পীরা।

ওই দিন সন্ধ্যা ৭টায় লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. আবু জাফরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, লালমনিরহাট ১ সংসদ সদস্য মো. মোতাহার হোসেন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, লালমনিরহাটের বিপিএম পিপিএম, পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট সাবেক সংসদ সদস্য ও মহিলা সংস্থার চেয়ারম্যান এড. সাফুরা বেগম রুমি, লালমনিরহাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাটের বীরপ্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক, লালমনিরহাটের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মেজবাহ উদ্দিন। উদ্বোধনী বক্তৃতায় লিয়াকত আলী লাকি বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিবেশনাধর্মী শিল্পের অন্যতম জাতীয় প্রতিষ্ঠান। সুবর্ণবর্ষে একাডেমির একটি উল্লেখযোগ্য কর্মসূচি ৬৪ জেলায় গণহত্যার পরিবেশ থিয়েটার নির্মাণ। মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।’