ধারাবাহিক নাটকে অপূর্ব

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ধারাবাহিক নাটকে তাকে দেখা যায় না বললেই চলে। তবে এবার বিশেষ একটি ধারাবাহিক নাটকে যুক্ত হলেন। এনটিভির ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’ এ তাকে অভিনয় করতে দেখা যাবে একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে দৃশ্য ধারণে অংশ নিয়েছেন তিনি। অপূর্ব যে পর্বগুলোতে কাজ করবেন সেগুলোর গল্পভাবনা অভিনেতার নিজেরই। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ধারাবাহিকটির বেশকিছু পর্বই দেখেছি, বেশ ইন্টারেস্টিং। শেষ দিকে এসে যুক্ত হলাম আমি। আমার পর্বের গল্প ভাবনাটাও আমার। দর্শক বেশ উপভোগ করবেন আশা করি।’ গোলাম সরোয়ার অনিকের চিত্রনাট্যে নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে সম্প্রচার হচ্ছে এনটিভিতে। এতে অভিনয় করছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন প্রমুখ।

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

ধারাবাহিক নাটকে অপূর্ব

বিনোদন প্রতিবেদক

image

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ধারাবাহিক নাটকে তাকে দেখা যায় না বললেই চলে। তবে এবার বিশেষ একটি ধারাবাহিক নাটকে যুক্ত হলেন। এনটিভির ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’ এ তাকে অভিনয় করতে দেখা যাবে একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে দৃশ্য ধারণে অংশ নিয়েছেন তিনি। অপূর্ব যে পর্বগুলোতে কাজ করবেন সেগুলোর গল্পভাবনা অভিনেতার নিজেরই। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ধারাবাহিকটির বেশকিছু পর্বই দেখেছি, বেশ ইন্টারেস্টিং। শেষ দিকে এসে যুক্ত হলাম আমি। আমার পর্বের গল্প ভাবনাটাও আমার। দর্শক বেশ উপভোগ করবেন আশা করি।’ গোলাম সরোয়ার অনিকের চিত্রনাট্যে নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে সম্প্রচার হচ্ছে এনটিভিতে। এতে অভিনয় করছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন প্রমুখ।