ধারাবাহিক নাটকে ব্যস্ত ফারজানা চুমকি

করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ার পর আবারও অভিনয় শুরু করছেন ফারজানা চুমকি। তবে তা একখণ্ডের নয়, ধারাবাহিক নাটক। এরই মধ্যে তিনি এসএম সালাউদ্দিনের ‘কাজল রেখা’, তানভীর হোসেন প্রবালের ‘এনালগ’, নিমা রহমান পরিচালিত ‘গুলশান এভিনিউ-২’ নামের তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এগুলো শিগগির প্রচার হবে বলে জানা গেছে। এছাড়া এটিএন বাংলায় প্রচারচলতি মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আলপনা আঁকি’ ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন এ অভিনেত্রী। ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, ‘নতুন একটি মঞ্চ নাটকে অভিনয়ের জন্যই টিভি নাটকে ফিরতে দেরি হয়েছে। আপাতত সেটির কাজ বন্ধ থাকায় টিভি নাটকে অভিনয় শুরু করেছি। ভালো গল্পের খণ্ডনাটক পেলে এতেও অভিনয় করব।’

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

ধারাবাহিক নাটকে ব্যস্ত ফারজানা চুমকি

বিনোদন প্রতি বেদক

image

করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ার পর আবারও অভিনয় শুরু করছেন ফারজানা চুমকি। তবে তা একখণ্ডের নয়, ধারাবাহিক নাটক। এরই মধ্যে তিনি এসএম সালাউদ্দিনের ‘কাজল রেখা’, তানভীর হোসেন প্রবালের ‘এনালগ’, নিমা রহমান পরিচালিত ‘গুলশান এভিনিউ-২’ নামের তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এগুলো শিগগির প্রচার হবে বলে জানা গেছে। এছাড়া এটিএন বাংলায় প্রচারচলতি মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আলপনা আঁকি’ ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন এ অভিনেত্রী। ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, ‘নতুন একটি মঞ্চ নাটকে অভিনয়ের জন্যই টিভি নাটকে ফিরতে দেরি হয়েছে। আপাতত সেটির কাজ বন্ধ থাকায় টিভি নাটকে অভিনয় শুরু করেছি। ভালো গল্পের খণ্ডনাটক পেলে এতেও অভিনয় করব।’