আত্মসমর্পণ করা বনদস্যুদের হত্যা ধর্ষণ ছাড়া সব মামলা প্রত্যাহার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এম পি বলেছেন, আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা সব জলদস্যু ও বনদস্যুদের সরকারিভাবে পুনর্বাসন করা হবে। হত্যা ও ধর্ষণ মামলা বাদে তাদের অন্য সব মামলা প্রত্যাহার করে নেয়া হবে। যা অতি দ্রুত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় চলমান রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী একের পর এক কাজ করে চলেছেন। জঙ্গীবাদ, সন্ত্রাস মাদক, বনদস্যু দমনে জিরো ট্রলারেন্স নীতি বাস্তবায়নে এলিট ফোর্স র‌্যাবসহ সব আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছেন। র‌্যাব জনসাধারণের বিপদে পাশে থাকে ও সহযোগিতা করে তার বাস্তবতা আজ সুন্দরবনের বনদস্যুদের আত্মসমর্পণ করিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে পুনবার্সন করা।

গতকাল বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ মাঠে দস্যুমুক্ত সুন্দরবন দিবসের ৩য় বর্ষ ও আত্মসমর্পণকৃত জলদস্যুদের পুনর্বাসন ২০২১ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক চৌধুরি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত দস্যুমুক্ত সুন্দরবন দিবসে প্রধান অতিথি আরও বলেন, বনদস্যুদের অত্যাচারে বনজীবিরা যখন অতিষ্ট। বিষয়টি মিডিয়ায় দেখে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়। এরপর র‌্যাবের প্রচেষ্টায় বনদস্যুরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বাগেরহাট স্টেডিয়ামে বনদস্যুদের সর্বশেষ আত্মসমর্পণ অনুষ্ঠানে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন।

এরপরও প্রধানমন্ত্রী দস্যুদের জীবন জীবিকার খোঁজ নিতে এবং পুনর্বাসন করতে, প্রত্যেককে নগদ এক লাখ টাকা, বসতঘর, দোকান ঘর, নৌকা ও গরু দিয়েছে। যা তৃতীয় বার্ষিকী হিসেবে আজ ১ নভেম্বর ২০২১ পালন করা হচ্ছে। দস্যুমুক্ত সুন্দরবন দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি মেয়ের তালুকদার আবদুল খালেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি, শেখ সালাউদ্দিন এমপি, গ্লোরি ঝর্না সরকার এমপি, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পীর ফজলুর রহমান এমপি, বর্ডার গার্ড মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও মহাপুলিশ পরিদর্শক বেনজির আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস কর্নেল কেএম আজাদ।

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

আত্মসমর্পণ করা বনদস্যুদের হত্যা ধর্ষণ ছাড়া সব মামলা প্রত্যাহার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি, বাগেরহাট

image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এম পি বলেছেন, আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা সব জলদস্যু ও বনদস্যুদের সরকারিভাবে পুনর্বাসন করা হবে। হত্যা ও ধর্ষণ মামলা বাদে তাদের অন্য সব মামলা প্রত্যাহার করে নেয়া হবে। যা অতি দ্রুত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় চলমান রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী একের পর এক কাজ করে চলেছেন। জঙ্গীবাদ, সন্ত্রাস মাদক, বনদস্যু দমনে জিরো ট্রলারেন্স নীতি বাস্তবায়নে এলিট ফোর্স র‌্যাবসহ সব আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছেন। র‌্যাব জনসাধারণের বিপদে পাশে থাকে ও সহযোগিতা করে তার বাস্তবতা আজ সুন্দরবনের বনদস্যুদের আত্মসমর্পণ করিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে পুনবার্সন করা।

গতকাল বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ মাঠে দস্যুমুক্ত সুন্দরবন দিবসের ৩য় বর্ষ ও আত্মসমর্পণকৃত জলদস্যুদের পুনর্বাসন ২০২১ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক চৌধুরি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত দস্যুমুক্ত সুন্দরবন দিবসে প্রধান অতিথি আরও বলেন, বনদস্যুদের অত্যাচারে বনজীবিরা যখন অতিষ্ট। বিষয়টি মিডিয়ায় দেখে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়। এরপর র‌্যাবের প্রচেষ্টায় বনদস্যুরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বাগেরহাট স্টেডিয়ামে বনদস্যুদের সর্বশেষ আত্মসমর্পণ অনুষ্ঠানে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন।

এরপরও প্রধানমন্ত্রী দস্যুদের জীবন জীবিকার খোঁজ নিতে এবং পুনর্বাসন করতে, প্রত্যেককে নগদ এক লাখ টাকা, বসতঘর, দোকান ঘর, নৌকা ও গরু দিয়েছে। যা তৃতীয় বার্ষিকী হিসেবে আজ ১ নভেম্বর ২০২১ পালন করা হচ্ছে। দস্যুমুক্ত সুন্দরবন দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি মেয়ের তালুকদার আবদুল খালেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি, শেখ সালাউদ্দিন এমপি, গ্লোরি ঝর্না সরকার এমপি, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পীর ফজলুর রহমান এমপি, বর্ডার গার্ড মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও মহাপুলিশ পরিদর্শক বেনজির আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস কর্নেল কেএম আজাদ।