‘প্রতিবন্ধিতা কোন সমস্যা নয়’

‘আমার নাচতে ভালো লাগে। কেমন আছ, আমার নাচ দেখবে’ কথাগুলো আধা ভাঙা শব্দে বলছিল ডাউন সিনড্রোম শিশু সৌরভ জামান। ‘মাস্ক পরতে হবে’ অনেকটা সচেতন করে দিয়ে নিজের মাস্ক ঠিক করে মিট মিট করে হেসে সৌরভ বলে ‘আমি আজ পুরস্কার নিবো।’

সৌরভকে নিয়ে মা নাজমা বেগম চুয়াডাঙা থেকে এসেছেন পূর্ব ঘোষিত পুরস্কার নিতে। যে সন্তানকে নিয়ে একসময় রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল আজ সেই সন্তানের জন্য তার গর্ব হচ্ছে বলে জানিয়ে নাজমা বলেন, প্রতিবন্ধিতা কোন সমস্যা নয়। সহযোগিতা পেলে যে কেউই ভালো করতে পারে। আমরা অনেক কিছু জানতাম না, বুঝতাম না। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের এই কম বুদ্ধিসম্পন্ন বাচ্চাদের যে শিক্ষা দিয়েছে, এখন আর ওদের কেউ বোঝা মনে করে না।’

সৌরভ এখন পারিবারিক অনুষ্ঠান ছাড়াও এলাকার বিভিন্ন অনুষ্ঠানে নাচ পরিবেশন করে।

দুই ভাই দুই বোনের মধ্যে সৌরভ সবার ছোট। সবার আদরের। ডাউন সিনড্রোম শিশু হওয়ায় প্রথমে সবাই খুব কষ্ট পেলেও এখন সবাই সৌরভকে নিয়ে খুশি।

গত রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান ইউনিমার্ট-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানে ডিজএবলড অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে লিলিয়ানা ফনস এর সহায়তায় ছবি আঁকা ও দৈনন্দিন কাজের উপর পল ফাউন্ডেশন সারাদেশ থেকে ১৫ জন ডাউন সিনড্রোম শিশুকে পুরস্কার প্রদান করে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।

প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ চুমকি বলেন, যে সব প্রতিষ্ঠান এই বিশেষ শিশুদের জন্য কাজ করছেন আমি এবং আমার সরকার তাদের পাশে আছে। এখন দেশের অনেক কিছু বদলে গেছে। প্রতিবন্ধীদের জন্য অনেক সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে তাদের মানবসম্পদে পরিণত করতে হবে। শিশুদের আঁকা ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে চুমকি আরও বলেন, সুযোগ ও সহায়তা পেলে এই শিশুরা যে ভালো কিছু করতে পারে তা এই ছবি আর তাদের ব্যবহারই বলে দেয়।’

আয়োজক সংগঠন ডিআরআরএ’র উপদেষ্টা স্বপনা রেজা বলেন, ‘আজকের এই পুরস্কার বিশেষ শিশুদের নিয়ে কাজ করবারই ফলশ্রুতি। আজকের এই আয়োজন ছোট কিন্তু এর ব্যাপ্তি পরিধি ও গভীরতা অনেক বেশি।’

তিনি বলেন, ‘এই পুরস্কারের মাধ্যমে একটা সত্য প্রমাণিত হয়েছে যে সব ডাউন সিনড্রোম শিশুরা আছে যতœ, সুযোগ ও ভালোবাসা পেলে তারাও মূলধারায় একীভূত হতে পারে।’

স্বপনা রেজা বলেন, বর্তমান সরকার সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন তা পূরণ করতে এই বিশেষ শিশুদের এগিয়ে নিয়ে তাদের পাশে রাখতে হবে।’

সারাদেশের অংশগ্রহণকারীদের মধ্য থেকে ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ, সাতক্ষীরা, চুয়াডাঙা ও ঝিনাইদহের ১৫ শিশু পল ফাউন্ডেশন পুরস্কার জিতে নেয় বলে জানান প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বেলাল হোসেন।

পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, মুসলিম এইড ইউকে-এর কান্ট্রি ডিরেক্টর রাবেয়া সুলতানা, সেভ দ্য চিলড্রেন কর্মসূচি পরিচালক হোসনেয়ারা খন্দকার, অভিনেত্রী দীপা খন্দকার, ইউনিমার্ট লি. এর সিইও মর্তুজা জামানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অভিভাবকরা।

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

‘প্রতিবন্ধিতা কোন সমস্যা নয়’

নিজস্ব বার্তা পরিবেশক

image

‘আমার নাচতে ভালো লাগে। কেমন আছ, আমার নাচ দেখবে’ কথাগুলো আধা ভাঙা শব্দে বলছিল ডাউন সিনড্রোম শিশু সৌরভ জামান। ‘মাস্ক পরতে হবে’ অনেকটা সচেতন করে দিয়ে নিজের মাস্ক ঠিক করে মিট মিট করে হেসে সৌরভ বলে ‘আমি আজ পুরস্কার নিবো।’

সৌরভকে নিয়ে মা নাজমা বেগম চুয়াডাঙা থেকে এসেছেন পূর্ব ঘোষিত পুরস্কার নিতে। যে সন্তানকে নিয়ে একসময় রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল আজ সেই সন্তানের জন্য তার গর্ব হচ্ছে বলে জানিয়ে নাজমা বলেন, প্রতিবন্ধিতা কোন সমস্যা নয়। সহযোগিতা পেলে যে কেউই ভালো করতে পারে। আমরা অনেক কিছু জানতাম না, বুঝতাম না। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের এই কম বুদ্ধিসম্পন্ন বাচ্চাদের যে শিক্ষা দিয়েছে, এখন আর ওদের কেউ বোঝা মনে করে না।’

সৌরভ এখন পারিবারিক অনুষ্ঠান ছাড়াও এলাকার বিভিন্ন অনুষ্ঠানে নাচ পরিবেশন করে।

দুই ভাই দুই বোনের মধ্যে সৌরভ সবার ছোট। সবার আদরের। ডাউন সিনড্রোম শিশু হওয়ায় প্রথমে সবাই খুব কষ্ট পেলেও এখন সবাই সৌরভকে নিয়ে খুশি।

গত রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান ইউনিমার্ট-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানে ডিজএবলড অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে লিলিয়ানা ফনস এর সহায়তায় ছবি আঁকা ও দৈনন্দিন কাজের উপর পল ফাউন্ডেশন সারাদেশ থেকে ১৫ জন ডাউন সিনড্রোম শিশুকে পুরস্কার প্রদান করে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।

প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ চুমকি বলেন, যে সব প্রতিষ্ঠান এই বিশেষ শিশুদের জন্য কাজ করছেন আমি এবং আমার সরকার তাদের পাশে আছে। এখন দেশের অনেক কিছু বদলে গেছে। প্রতিবন্ধীদের জন্য অনেক সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে তাদের মানবসম্পদে পরিণত করতে হবে। শিশুদের আঁকা ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে চুমকি আরও বলেন, সুযোগ ও সহায়তা পেলে এই শিশুরা যে ভালো কিছু করতে পারে তা এই ছবি আর তাদের ব্যবহারই বলে দেয়।’

আয়োজক সংগঠন ডিআরআরএ’র উপদেষ্টা স্বপনা রেজা বলেন, ‘আজকের এই পুরস্কার বিশেষ শিশুদের নিয়ে কাজ করবারই ফলশ্রুতি। আজকের এই আয়োজন ছোট কিন্তু এর ব্যাপ্তি পরিধি ও গভীরতা অনেক বেশি।’

তিনি বলেন, ‘এই পুরস্কারের মাধ্যমে একটা সত্য প্রমাণিত হয়েছে যে সব ডাউন সিনড্রোম শিশুরা আছে যতœ, সুযোগ ও ভালোবাসা পেলে তারাও মূলধারায় একীভূত হতে পারে।’

স্বপনা রেজা বলেন, বর্তমান সরকার সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন তা পূরণ করতে এই বিশেষ শিশুদের এগিয়ে নিয়ে তাদের পাশে রাখতে হবে।’

সারাদেশের অংশগ্রহণকারীদের মধ্য থেকে ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ, সাতক্ষীরা, চুয়াডাঙা ও ঝিনাইদহের ১৫ শিশু পল ফাউন্ডেশন পুরস্কার জিতে নেয় বলে জানান প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বেলাল হোসেন।

পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, মুসলিম এইড ইউকে-এর কান্ট্রি ডিরেক্টর রাবেয়া সুলতানা, সেভ দ্য চিলড্রেন কর্মসূচি পরিচালক হোসনেয়ারা খন্দকার, অভিনেত্রী দীপা খন্দকার, ইউনিমার্ট লি. এর সিইও মর্তুজা জামানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অভিভাবকরা।