মিথ্যাচার না করে দেশের চিত্র তুলে ধরুন

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘সরকারের ত্রুটি-বিচ্যুতি, ব্যর্থতা, গাফিলতি তুলে ধরাই গণমাধ্যমের কাজ। দেশের চিত্র তুলে ধরবেন, কিন্তু মিথ্যাচার করবেন না, গুজব রটাবেন না। অপর পক্ষের কথা শুনবেন।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে স্বদেশ বিচিত্রার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাগ না করে ধৈর্যের সঙ্গে প্রশাসন ও সরকারকে এই সমালোচনা শুনতে হবে। নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ ইনু বলেন, ‘মনে রাখতে হবে, গণতন্ত্রকে যদি স্বকীয় রাখতে হয়, তাহলে সমালোচনা শোনার ধৈর্য রাজনীতিক, সরকার ও প্রশাসনের থাকতে হবে। গণমাধ্যমকে আমি আহ্বান জানাবো, জঙ্গিবাদ, দুর্নীতি, লুটপাট, বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হোন এবং মিথ্যাচার না করে সাহসের সঙ্গে সমালোচনা করুন।’

প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়াসহ অনেকে।

আরও খবর

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

গণমাধ্যমকে ইনু

মিথ্যাচার না করে দেশের চিত্র তুলে ধরুন

নিজস্ব বার্তা পরিবেশক

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘সরকারের ত্রুটি-বিচ্যুতি, ব্যর্থতা, গাফিলতি তুলে ধরাই গণমাধ্যমের কাজ। দেশের চিত্র তুলে ধরবেন, কিন্তু মিথ্যাচার করবেন না, গুজব রটাবেন না। অপর পক্ষের কথা শুনবেন।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে স্বদেশ বিচিত্রার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাগ না করে ধৈর্যের সঙ্গে প্রশাসন ও সরকারকে এই সমালোচনা শুনতে হবে। নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ ইনু বলেন, ‘মনে রাখতে হবে, গণতন্ত্রকে যদি স্বকীয় রাখতে হয়, তাহলে সমালোচনা শোনার ধৈর্য রাজনীতিক, সরকার ও প্রশাসনের থাকতে হবে। গণমাধ্যমকে আমি আহ্বান জানাবো, জঙ্গিবাদ, দুর্নীতি, লুটপাট, বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হোন এবং মিথ্যাচার না করে সাহসের সঙ্গে সমালোচনা করুন।’

প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়াসহ অনেকে।