সাকিবের জায়গায় শামীম থাকছেন লিটন-সৌম্য

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায় বাংলাদেশ দলের একাদশে সুযোগ পাচ্ছেন শামীম হোসেন।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে শামীমের, ম্যাচের আগের দিন নিশ্চিত করেন প্রধান কোচ ডমিঙ্গো। পাশাপাশি সৌম্য সরকারের একাদশে টিকে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। দলে থাকছেন লিটন কুমার দাসও।

সাকিব না থাকায় এই ম্যাচের একাদশ সাজাতে বেশ ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চোটের কারণে আগে থেকেই নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। অনুশীলনে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি নুরুল হাসান সোহান। সব মিলিয়ে বিশ্বকাপ অভিষেকের সামনে দাঁড়িয়ে শামীম।

বিশ্বকাপের শুরুতে সাকিব ও সাইফসহ নয় ব্যাটসম্যান নিয়ে খেলছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাইফের জায়গায় পেসার শরিফুলকে খেলায় তারা। ব্যাটিংয়ে গভীরতা ধরে রাখতে এবার ব্যাটসম্যান বাড়াচ্ছেন ডমিঙ্গো। সৌম্য ও লিটনের জায়গা ধরে রাখার সুযোগও তাই সেখানে হয়ে যাচ্ছে।

বিশ্বকাপে দুটি ম্যাচ খেলে সৌম্যর রান ৫ ও ১৭। বোলিং করেননি কোন ম্যাচেই। লিটন প্রথম ৫ ম্যাচ মিলিয়ে ৬৫ রান করার পর গত ম্যাচে তিনে নেমে খেলেন ৪৪ রানের ইনিংস। তবে ৪৩ বল খেলেও শেষ পর্যন্ত ইনিংসকে গতি দিতে না পারা ও শেষ সময়ে আউট হওয়ার হতাশায় পুড়তে হয় তাকে। বিশ্বকাপে ছাপ রাখার আরেকটি সুযোগ দুজনই পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

সাকিবের জায়গায় শামীম থাকছেন লিটন-সৌম্য

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায় বাংলাদেশ দলের একাদশে সুযোগ পাচ্ছেন শামীম হোসেন।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে শামীমের, ম্যাচের আগের দিন নিশ্চিত করেন প্রধান কোচ ডমিঙ্গো। পাশাপাশি সৌম্য সরকারের একাদশে টিকে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। দলে থাকছেন লিটন কুমার দাসও।

সাকিব না থাকায় এই ম্যাচের একাদশ সাজাতে বেশ ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চোটের কারণে আগে থেকেই নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। অনুশীলনে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি নুরুল হাসান সোহান। সব মিলিয়ে বিশ্বকাপ অভিষেকের সামনে দাঁড়িয়ে শামীম।

বিশ্বকাপের শুরুতে সাকিব ও সাইফসহ নয় ব্যাটসম্যান নিয়ে খেলছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাইফের জায়গায় পেসার শরিফুলকে খেলায় তারা। ব্যাটিংয়ে গভীরতা ধরে রাখতে এবার ব্যাটসম্যান বাড়াচ্ছেন ডমিঙ্গো। সৌম্য ও লিটনের জায়গা ধরে রাখার সুযোগও তাই সেখানে হয়ে যাচ্ছে।

বিশ্বকাপে দুটি ম্যাচ খেলে সৌম্যর রান ৫ ও ১৭। বোলিং করেননি কোন ম্যাচেই। লিটন প্রথম ৫ ম্যাচ মিলিয়ে ৬৫ রান করার পর গত ম্যাচে তিনে নেমে খেলেন ৪৪ রানের ইনিংস। তবে ৪৩ বল খেলেও শেষ পর্যন্ত ইনিংসকে গতি দিতে না পারা ও শেষ সময়ে আউট হওয়ার হতাশায় পুড়তে হয় তাকে। বিশ্বকাপে ছাপ রাখার আরেকটি সুযোগ দুজনই পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।