রানরেট ভারতের ওপরে বাংলাদেশ নিচে শুধু স্কটল্যান্ড

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের লজ্জার শেষ নেই। বিরাট কোহলি, রোহিত শর্মারা এতটাই মন্থর গতিতে ব্যাটিং করছেন এবং তারপর এতটাই বিশ্রীভাবে হারছেন, ভারতের নেট রানরেট একেবারে তলানিতে এসে ঠেকেছে।

রোববারের ম্যাচের পর সুপার টুয়েলভে ১২টি দলের মধ্যে নেট রানরেটে ভারত রয়েছে ১১ নম্বরে। ভারতের নিচে আছে শুধু স্কটল্যান্ড। বাংলাদেশ এবং নামিবিয়াও ভারতের ওপরে।

ভারতের নেট রানরেট-১.৬০৯। কোহলিরা দুটি ম্যাচে ৪০ ওভারে ২৬১ রান করেছেন। কোহলিদের বিপক্ষে ৩২.২ ওভারে ২৬৩ রান হয়েছে। ভারতের ওপরে রয়েছে নামিবিয়া। তাদের নেট রানরেট-১.২৮৭। বাংলাদেশও ভারতের ওপরে রয়েছে। তাদের নেট রানরেট-১.০৬৯।

১২টি দলের মধ্যে নেট রানরেট সবচেয়ে ভালো ইংল্যান্ডের, +৩.৯৪৮। তারপর রয়েছে আফগানিস্তান, +৩.০৯৭।

রোববার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের ব্যাটাররা মাত্র ১০ বার মাঠের বাইরে বল পাঠাতে পেরেছেন। রবীন্দ্র যাদেজা ২টি চার ও ১টি ছয়, রোহিত শর্মা ১টি করে চার ও ছয়, লোকেশ রাহুল ৩টি চার এবং ঈশান কিশন ও হার্দিক পান্ডিয়া ১টি করে চার মেরেছেন।

১২ দলের নেট রানরেট

(রোববার পর্যন্ত)

দল রানরেট

ইংল্যান্ড ৩.৯৪৮

দক্ষিণ আফ্রিকা ০.২১০

অস্ট্রেলিয়া -০.৬২৭

শ্রীলঙ্কা ০.৩৫০

ওয়েস্ট ইন্ডিজ -১.৫৯৮

বাংলাদেশ -১.০৬৯

পাকিস্তান ০.৬৩৮

আফগানিস্তান ৩.০৯৭

নিউজিল্যান্ড ০.৭৬৫

নামিবিয়া -১.২৮৭

ভারত -১.৬০৯

স্কাটল্যান্ড -৩.৫৬২

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

রানরেট ভারতের ওপরে বাংলাদেশ নিচে শুধু স্কটল্যান্ড

সংবাদ স্পোর্টস ডেস্ক

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের লজ্জার শেষ নেই। বিরাট কোহলি, রোহিত শর্মারা এতটাই মন্থর গতিতে ব্যাটিং করছেন এবং তারপর এতটাই বিশ্রীভাবে হারছেন, ভারতের নেট রানরেট একেবারে তলানিতে এসে ঠেকেছে।

রোববারের ম্যাচের পর সুপার টুয়েলভে ১২টি দলের মধ্যে নেট রানরেটে ভারত রয়েছে ১১ নম্বরে। ভারতের নিচে আছে শুধু স্কটল্যান্ড। বাংলাদেশ এবং নামিবিয়াও ভারতের ওপরে।

ভারতের নেট রানরেট-১.৬০৯। কোহলিরা দুটি ম্যাচে ৪০ ওভারে ২৬১ রান করেছেন। কোহলিদের বিপক্ষে ৩২.২ ওভারে ২৬৩ রান হয়েছে। ভারতের ওপরে রয়েছে নামিবিয়া। তাদের নেট রানরেট-১.২৮৭। বাংলাদেশও ভারতের ওপরে রয়েছে। তাদের নেট রানরেট-১.০৬৯।

১২টি দলের মধ্যে নেট রানরেট সবচেয়ে ভালো ইংল্যান্ডের, +৩.৯৪৮। তারপর রয়েছে আফগানিস্তান, +৩.০৯৭।

রোববার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের ব্যাটাররা মাত্র ১০ বার মাঠের বাইরে বল পাঠাতে পেরেছেন। রবীন্দ্র যাদেজা ২টি চার ও ১টি ছয়, রোহিত শর্মা ১টি করে চার ও ছয়, লোকেশ রাহুল ৩টি চার এবং ঈশান কিশন ও হার্দিক পান্ডিয়া ১টি করে চার মেরেছেন।

১২ দলের নেট রানরেট

(রোববার পর্যন্ত)

দল রানরেট

ইংল্যান্ড ৩.৯৪৮

দক্ষিণ আফ্রিকা ০.২১০

অস্ট্রেলিয়া -০.৬২৭

শ্রীলঙ্কা ০.৩৫০

ওয়েস্ট ইন্ডিজ -১.৫৯৮

বাংলাদেশ -১.০৬৯

পাকিস্তান ০.৬৩৮

আফগানিস্তান ৩.০৯৭

নিউজিল্যান্ড ০.৭৬৫

নামিবিয়া -১.২৮৭

ভারত -১.৬০৯

স্কাটল্যান্ড -৩.৫৬২