ভারতের দ্রুত বিদায় বিশ্বকাপের জন্য ভালো হবে না : আজহার আলী

চলমান টি-২০ বিশ্বকাপ আসরটি মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। সুপার টুয়েলভে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বিশাল ব্যাবধানে। রান পাচ্ছেন না ব্যাটাররা, বোলাররা ও পারছেন না বিপক্ষ দলের ব্যাটিংয়ে ধস নামাতে।

এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভক্ত-সমর্থকরা তুলেছে নিন্দার ঝড়। তবে এই খারাপ সময়ে বিরাট কোহলি, রোহিত শর্মাদের পাশে দাঁড়িয়েছেন ভারতের চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের ক্রিকেটাররা।

পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির তার এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি এখনও বিশ্বাস করি, ভারত একটি সেরা দল। এখন কেবল ভাল সময় বা খারাপ সময় কাটানোর বিষয়। কিন্তু খেলোয়াড় ও তাদের পরিবারকে গালিগালাজ করা ভীষণ লজ্জার বিষয়। ভুলে যাবেন না যে দিনের শেষে এটি কেবল একটি খেলা।’

তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক আজহার আলি তার টুইট বার্তায় লিখেন, ‘এটা ভারতের জন্য ভালো দেখাচ্ছে না। আমরা সবাই চাই ভারত টুর্নামেন্টে থাকুক। ভারতের এই তাড়াতাড়ি বিদায় বিশ্বকাপের জন্য ভালো হবে না।’

সম্প্রতি আইপিএল শেষে টি-২০ বিশ্বকাপের ফেভারিট হিসেবেই এবারের আসর খেলতে এসেছে ভারত। প্রথম ম্যাচে হেরেছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে আর দ্বিতীয় ম্যাচটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৮ উইকেটের ব্যবধানে।

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

ভারতের দ্রুত বিদায় বিশ্বকাপের জন্য ভালো হবে না : আজহার আলী

ক্রীড়া বার্তা পরিবেশক

চলমান টি-২০ বিশ্বকাপ আসরটি মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। সুপার টুয়েলভে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বিশাল ব্যাবধানে। রান পাচ্ছেন না ব্যাটাররা, বোলাররা ও পারছেন না বিপক্ষ দলের ব্যাটিংয়ে ধস নামাতে।

এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভক্ত-সমর্থকরা তুলেছে নিন্দার ঝড়। তবে এই খারাপ সময়ে বিরাট কোহলি, রোহিত শর্মাদের পাশে দাঁড়িয়েছেন ভারতের চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের ক্রিকেটাররা।

পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির তার এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি এখনও বিশ্বাস করি, ভারত একটি সেরা দল। এখন কেবল ভাল সময় বা খারাপ সময় কাটানোর বিষয়। কিন্তু খেলোয়াড় ও তাদের পরিবারকে গালিগালাজ করা ভীষণ লজ্জার বিষয়। ভুলে যাবেন না যে দিনের শেষে এটি কেবল একটি খেলা।’

তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক আজহার আলি তার টুইট বার্তায় লিখেন, ‘এটা ভারতের জন্য ভালো দেখাচ্ছে না। আমরা সবাই চাই ভারত টুর্নামেন্টে থাকুক। ভারতের এই তাড়াতাড়ি বিদায় বিশ্বকাপের জন্য ভালো হবে না।’

সম্প্রতি আইপিএল শেষে টি-২০ বিশ্বকাপের ফেভারিট হিসেবেই এবারের আসর খেলতে এসেছে ভারত। প্রথম ম্যাচে হেরেছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে আর দ্বিতীয় ম্যাচটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৮ উইকেটের ব্যবধানে।